

বিকেএসপির গ্রাউন্ড ৩ এ ১৬ ফেব্রুয়ারি ছিল সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগের ঢাকা ওয়ান্ডারার্স ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট দলের মধ্যকার ম্যাচ। সেই ম্যাচে দারুণ এক রেকর্ড গড়েন ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের তন্ময় আহমেদ।
৭.৩ ওভারে ১৮ রান খরচে তন্ময় আহমেদ নেন ৯ টি উইকেট। ম্যাচে হ্যাটট্রিকও করেন তিনি, মেডেন দেন তিনটি। তার বোলিং তোপে ৪৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ পুলিশ ক্রিকেট টিম।
SPECIAL FEAT – Tonmoy Ahmed, a left arm spin bowler of Dhaka Wanderers Club recorded astonishing figures of 7.3-3-18-9 including a hat trick in a Dhaka 2nd Division Cricket League 2021-22 Super League match at BKSP Ground 3 today.#BCB #cricket pic.twitter.com/3cXoiEoKIn
— Bangladesh Cricket (@BCBtigers) February 16, 2022
৪৫ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ১২.৩ ওভারে ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌছে যায় ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব।
ঢাকা সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগে আজ ছিল আরও ২ টি ম্যাচ। বিকেএসপির ২ নম্বর গ্রাউন্ডে লালমাটিয়া ক্লাব বারিধারা ডাজলার্সকে হারায় ৩৫ রানে।
নারায়নগঞ্জের খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ধানমন্ডি প্রগতি সংঘ ৭ উইকেটে হারায় আম্বার স্পোর্টিং ক্লাবকে।