

এর আগে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব দিয়েছিলেন শ্রেয়াস আইয়ার। ভারতীয় দলের নিয়মিত সদস্য হয়ে যাওয়া শ্রেয়াস এইবার কোলকাতা নাইট রাইডার্স শিবিরে খেলবেন, ভূমিকাটাও থাকছে বড়। আইয়ারকে নেতৃত্বভার দিয়েছে ২ বারের শিরোপাজয়ী ফ্র্যাঞ্চাইজিটি।
আজ (১৬ ফেব্রুয়ারি) এক বিবৃতি দিয়ে শ্রেয়াস আইয়ারকে অধিনায়ক হিসাবে পরিচিত করিয়ে দেয় কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
🚨 Ladies and gentlemen, boys and girls, say hello 👋 to the NEW SKIPPER of the #GalaxyOfKnights
অধিনায়ক #ShreyasIyer @ShreyasIyer15 #IPL2022 #KKR #AmiKKR #Cricket pic.twitter.com/veMfzRoPp2
— KolkataKnightRiders (@KKRiders) February 16, 2022
Skipp-Iyer 🤝 Kolkata 🤝 Knight Riders
Stepping into the new era of #GalaxyOfKnights 🔥 @ShreyasIyer15 #IPL2022 #ShreyasIyer #KKR #CricketTwitter #AmiKKR pic.twitter.com/eEZjHLstyZ
— KolkataKnightRiders (@KKRiders) February 16, 2022
আইপিএল ২০২২ এর মেগা নিলামে ১২ কোটি ২৫ লাখ ভারতীয় রুপিতে শ্রেয়াস আইয়ারকে দলে টানে কোলকাতা নাইট রাইডার্স। এর আগের আসরে কোলকাতা শিবিরের অধিনায়কত্ব করা এউইন মরগান এবার আইপিএলে দল পাননি। দীনেশ কার্তিক নেই কেকেআর শিবিরে। তাই নয়া অধিনায়ক নির্বাচন করতেই হত কেকেআরকে।
শ্রেয়াস আইয়ারের সামনে দায়িত্ব কেকেআর দলপতির লিগ্যাসি ধরে রাখার। কোলকাতা নাইট রাইডার্সের প্রথম অধিনায়ক ছিলেন বিসিসিআইয়ের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলি। এরপর ব্রেন্ডন ম্যাককুলাম, গৌতম গম্ভীর, দীনেশ কার্তিক, এউইন মরগানরা সামলেছেন দায়িত্ব।
২০২২ আইপিএলের জন্য কোলকাতা নাইট রাইডার্স স্কোয়াড-
ভেঙ্কটেশ আইয়ার, নিতিশ রানা, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), শেলডন জ্যাকসন, আজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, প্যাট কামিন্স, শিভাম মাভি, বরুণ চক্রবর্তী, স্যাম বিলিংস, অনুকুল রয়, রাশিখ সালাম, অভিজিত তোমার, প্রথম সিং, আমান খান, রমেশ কুমার, আশোক শর্মা, টিম সাউদি, অ্যালেক্স হেলস, মোহাম্মদ নবি, উমেশ যাদব, বি ইন্দ্রজিত ও চামিকা করুণারত্নে।