

আগামী ১৮ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পর্দা নামবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২২ এর। ফাইনালের ১ দিন আগে সূচিতে বদল এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আজ (১৬ ফেব্রুয়ারি) বিসিবি জানিয়েছে যে এবারের বিপিএলের ফাইনাল শুরু হবে সাড়ে ৫ টা থেকে। এর আগে এই ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে শুরু হবার কথা ছিল।
The final of the Bangabandhu Bangladesh Premier League T20 2022 on 18 February will start at 5:30 PM instead of 6:30 PM #BPL #BPL2022
— Shihab Ahsan Khan (@shihabahsankhan) February 16, 2022
রাতের খেলায় শিশিরের প্রভাব লক্ষ্যণীয়। সেটা আমলে নিয়েই সময়ে পরিবর্তন আনা হয়েছে।
বিপিএলের ফাইনালের দুই দলের একটি ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। ১ম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে আগেভাগেই ফাইনালে পৌছে গেছে ফরচুন বরিশাল। বরিশাল তাদের প্রতিপক্ষ পাবে ২য় কোয়ালিফায়ারে আজকের ম্যাচে। যেখানে এলিমিনেটর জেতা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স লড়বে ১ম কোয়ালিফায়ারে হারা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে।