

হুসাইন তালাতের অলরাউন্ড নৈপুণ্য ও অভিজ্ঞ শোয়েব মালিকের অর্ধশতকে জয় পেয়েছে পেশোয়ার জালমি। কোয়েটা গ্লাডিয়েটর্সকে তারা হারিয়েছে ২৪ রানের ব্যবধানে। বিফলে যায় উইল স্মিডের লড়াকু ইনিংস।
শুরুতে ব্যাটিংয়ে নেমে পেশোয়ার জালমি ৭ উইকেটে ১৮৫ রান করে। শোয়েব মালিক সর্বোচ্চ ৫৮ এবং হুসাইন তালাত ৫১ রান করেন। বেন কাটিং মাত্র ১৪ বলে ৩৬ রান করেন।
কোয়েটার পক্ষে নাসিম শাহ ৪টি উইকেট নেন।
১৮৬ রানের জবাবে কোয়েটা ব্যাটিং করতে নেমে উইল স্মিড ছাড়া আর কোন ব্যাটসম্যান নিজের নামে প্রতি সুবিচার করতে পারেননি। প্রথম ম্যাচে ৯৭ রানের পর এদিন ৯৯ রানে আউট হন স্মিড। কোয়েটা শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৬১ রানে থামতে বাধ্য হয়।
পেশোয়ারের পক্ষে উসমান কাদির ৩টি এবং সালমান ইরশাদ ২টি উইকেট নেন।
ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি ও বোলিংয়ে ১ উইকেট নেওয়ায় ম্যাচ সেরার পুরস্কার পান হুসাইন তালাত।
সংক্ষিপ্ত স্কোরঃ
পেশোয়ার জালমিঃ ১৮৫/৭ (২০), জাজাই ১, হারিস ২৯, লিভিংস্টোন ০, শোয়েব ৫৮, তালাত ৫১, রাদারফোর্ড ০, কাটিং ৩৬, ওয়াহাব ১*, কাদির ০*; নাসিম ৪-০-২৭-৪, শেহজাদ ৪-০-৪০-১, মুদাসসর ৩-০-২৯-১, ইফতিখার ১-০-২-১
কোয়েটা গ্লাডিয়েটর্সঃ ১৬১/৮ (২০), রয় ১৩, স্মিড ৯৯, ভিন্স ০, সরফরাজ ২৫, ইফতিখার ১০, আকমল ১, তানভীর ২, নুর ০, শেহজাদ ০*, নাসিম ৫*; লিভিংস্টোন ৪-০-২৪-১, কাদির ৪-০-২৫-৩, ওয়াহাব ৪-০-৩৯-১, ইরশাদ ৪-০-৩৭-২, তালাত ২-০-৮-১
ফলাফলঃ পেশোয়ার জালমি ২৪ রানে জয়ী
ম্যাচ সেরাঃ হুসাইন তালাত (পেশোয়ার জালমি)।