

কেন রিচার্ডসনের চমৎকার বোলিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ক্যানবেরাতে ৩য় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের জয়ের ব্যবধান ৬ উইকেট। ৫ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে আছে অ্যারন ফিঞ্চের দল।
টসে জিতে শ্রীলঙ্কাকে শুরুতে ব্যাটিংয়ে পান অজি অধিনায়ক। রিচার্ডসনের পেস ও অ্যাশটন অ্যাগারের স্পিনের ঘূর্ণিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে মাত্র ১২১ রান করতে সমর্থ হয় লঙ্কানরা।
লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান অধিনায়ক দাসুন শানাকার। এছাড়া দীনেশ চান্দিমাল ২৫ এবং পাথুম নিশাঙ্কা ১৬ রান করেন।
অজিদের পক্ষে ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন রিচার্ডসন। অ্যাগার ১ উইকেট পেলেও রান দিয়েছেন মাত্র ১৪টি।
১২২ রানের মামুলি টার্গেটে খেলতে নেমে মাহিশ থিকশানার স্পিন জাদুতে শুরুতে ধাক্কা খায় অজিরা। ২৬ রানের মধ্যে দুই ওপেনার বেন ম্যাকডারমট ও অ্যাগারকে হারায় তারা।
তবে ফিঞ্চের ৩৫ ও গ্লেন ম্যাক্সওয়েলের ৩৯ রানের কল্যাণে ১৯ বল হাতে রেখে সহজে জয় পেয়ে যায় অজিরা। জশ ইংলিশ অপরাজিত থাকেন ২১ রানে।
থিকশানা ৩ উইকেট পান।
ম্যাচ সেরার পুরস্কার অর্জন করেন কেন রিচার্ডসন।
সংক্ষিপ্ত স্কোরঃ
শ্রীলঙ্কাঃ ১২১/৬ (২০), নিশাঙ্কা ১৬, গুনাথিলাকা ৯, আসালঙ্কা ৬, মেন্ডিস ৪, চান্দিমাল ২৫, শানাকা ৩৯*, করুণারত্নে ৮, চামিরা ৫*; হ্যাজেলউড ৪-০-৩১-১, রিচার্ডসন ৪-০-২১-৩, অ্যাগার ৪-০-১৪-১, ম্যাক্সওয়েল ১-০-৩-১
অস্ট্রেলিয়াঃ ১২৪/৪ (১৬.৫), ম্যাকডারমট ০, অ্যাগার ১৩, ফিঞ্চ ৩৫, ম্যাক্সওয়েল ৩৯, ইংলিশ ২১*, স্টয়নিস ১২*; থিকশানা ৪-০-২৪-৩, ভ্যান্ডারসে ৪-০-৩২-১
ফলাফলঃ অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী
ম্যাচ সেরাঃ কেন রিচার্ডসন (অস্ট্রেলিয়া)।