

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে প্রথম বার ওয়ানডে দলে জায়গা পেলেন মাহমুদুল হাসান জয়। ইতোমধ্যে টেস্ট অভিষেক হওয়া তরুণ এই ব্যাটার বলছেন একাদশে সুযোগ পেলে নিজের সহজাত ব্যাটিং করতে চান।
জয় মূলত যুব দলের হয়েই প্রথম নজরে আসেন। তবে প্রথম শ্রেনির ক্রিকেটে অভিষেক মৌসুমেই ঝলক দেখিয়ে টেস্ট দলে জায়গা করে নেন। নিউজিল্যান্ডে ঐতিহাসিক টেস্ট জয়েও রাখেন অবদান, খেলেছেন ৭৮ রানের দারুণ এক ইনিংসও।
চলতি বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে আছেন ফর্মে, সংক্ষিপ্ত ফরম্যাটেও নিজের সামর্থ্যের জানান দিচ্ছেন ভালোভাবে। আগামীকাল (১৬ ফেব্রুয়ারি) দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
আজ (১৫ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় নিজের ওয়ানডে দলে জায়গা পাওয়া নিয়ে কথা বলেন জয়।
তরুণ এই ব্যাটারের ভাষ্য, ‘অবশ্যই আমিও একটু খুশি (ওয়ানডে দলে সুযোগ পেয়ে)। টেস্টের পর ওয়ানডেতে ডাক পেয়েছি। আমি যদি সুযোগ পাই ইন শা আল্লাহ দেশের হয়ে ভালো করার চেষ্টা করবো।’
‘সাদা বল ও লাল বলের খেলা সম্পূর্ণ ভিন্ন। আমি চেষ্টা করবো এখন আমার তিনটা ওয়ানডে আছে এগুলা কীভাবে ভালো করা যায় আমি ওটা চেষ্টা করবো। আমার যে সহজাত খেলা আছে ওটা খেলার চেষ্টা করবো।’
ঘরের মাঠে খেলা হলেও আফগানিস্তানের আছে বিশ্বমানের কিছু স্পিনার, ভালো মানের ব্যাটার, অলরাউন্ডারও রয়েছে। বিশেষ করে বাংলাদেশের কন্ডিশনে খেলা বলে দুই দলের জন্যই সমান সুযোগ থাকছে। তবে দল হিসেবে বাংলাদেশ ভালো করবে বিশ্বাস জয়ের।
তিনি বলেন, ‘আফগানিস্তান বিশ্বের ভালো একটা দল। ওদের খুব ভালো মানের কয়েকজন স্পিনার আছে। আমরা যদি আমাদের সেরা পারফরম্যান্স করতে পারি ইন শা আল্লাহ আমরা ভালো কিছু করবো।’