

আইপিএলে চড়া মূল্যে দল পেয়েছেন, শ্রীলঙ্কার তারকা লেগ স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা তাই আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এবার যে কারণে খবরের শিরোনাম হলেন তাতে খুশি হবার কারণ নেই তার ভক্ত সমর্থকদের। করোনা টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছেন তিনি।
ক্যানবেরায় চলছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যকার ৩য় টি-টোয়েন্টি। এই ম্যাচের আগে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে করোনা পজিটিভ প্রমাণিত হন হাসারাঙ্গা।
Player Update #AUSvSL🚨:
Wanindu Hasaranga has tested positive for Covid-19.
The player was found to be positive during a routine Rapid Antigen Test (RAT) conducted this morning (15th February).
Hasaranga is currently undergoing Covid-19 protocols and is placed in isolation.— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) February 15, 2022
এই মুহূর্তে আইসোলেশনে আছেন হাসারাঙ্গা। অস্ট্রেলিয়ায় এসে করোনা পজিটিভ হওয়া ৩য় লঙ্কান ক্রিকেটার হাসারাঙ্গা। এর আগে কুশল মেন্ডিস ও বিনুরা ফার্নান্দো ৭ ফেব্রুয়ারি করোনা পজিটিভ প্রমাণিত হয়েছিলেন। কুশল মেন্ডিস খেলার জন্য তৈরি হলেও ছিটকে গেছেন বিনুরা।
অস্ট্রেলিয়া সরকারের প্রটোকল অনুযায়ী ওয়ানিন্দু হাসারাঙ্গা সফরের বাকি অংশ মিস করবেন। ২০ ফেব্রুয়ারি মেলবোর্নে ৫ম টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে এই সিরিজ।
Drop a ❤️ to wish Wanindu Hasaranga a speedy recovery from Covid-19, 12th Man Army! 🙌🏻
See you soon on the field, Wanindu! 💪🏻#PlayBold #WeAreChallengers pic.twitter.com/C1iSp73KTc
— Royal Challengers Bangalore (@RCBTweets) February 15, 2022