

চলমান পিএসএলে (পাকিস্তান সুপার লিগ) ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলছিলেন ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলস। তবে এই ইংলিশ ব্যাটার জানিয়েছেন টুর্নামেন্টের বাকি অংশে আর খেলবেন না তিনি।
পাকিস্তানি গণমাধ্যমের খবর এই ইংলিশ ব্যাটার ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্টের বাকি অংশে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে গতকাল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বেন ডাকেট টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন। তিনি দেখিয়েছিলেন ব্যক্তিগত কারণ।
This winter has been my first proper experience of hotel bubbles. It felt right for me personally to spend some time at home and get myself ready for the summer. Good luck @TeamQuetta for the rest of the comp, I’ll be cheering on from home! 💜
— Ben Duckett (@BenDuckett1) February 14, 2022
টুর্নামেন্ট ছাড়ার আগে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে দারুণ ফর্মে ছিলেন অ্যালেক্স হেলস, টুর্নামেন্টে দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৭ ইনিংসে ৪২.৫০ গড়ে ২৫৫ রান করেন তিনি।
অনেকে আবার অ্যালেক্স হেলসের পিএসএল ছাড়ার পেছনে আইপিএলের দায় দেখছেন। সম্প্রতি হওয়া আইপিএল নিলামে অ্যালেক্স হেলসকে দলে টেনেছে কোলকাতা নাইট রাইডার্স।
So IPL forcing
— Shoaib Jatt (@Shoaib_Jatt) February 15, 2022
এর আগে ইসলামাবাদ ইউনাইটেড হারিয়েছে পল স্টারলিংকেও। এই আইরিশ ব্যাটার অবশ্য পিএসএল ছাড়েন আন্তর্জাতিক দায়িত্ব পালনে। দলের আরেক বিদেশি রিক্রুট রহমানউল্লাহ গুরবাজ পাকিস্তান ছাড়বেন ১৯ ফেব্রুয়ারি। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন এই আফগান উইকেটরক্ষক ব্যাটার।