

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম ইকবালের নেতৃত্বাধীন দলে জায়গা পেয়েছেন মাহমুদুল হাসান জয়।
সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে থাকা মোহাম্মদ নাইম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন ও মোহাম্মদ সাইফউদ্দিন বাদ পড়েছেন।
নতুন করে অন্তর্ভূক্ত হয়েছেন নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলি চৌধুরী রাব্বি ও মাহমুদুল হাসান জয়। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে নিজেকে সরিয়ে নেওয়া মুশফিকুর রহিম আছেন আফগানদের বিপক্ষে।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড-
তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মাহমুদুল হাসান জয়।
আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড-
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, হাশমতউল্লাহ শহিদী (অধিনায়ক), রহমত শাহ (সহ অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, শহীদ কামাল, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবি, গুলবেদিন নাইব, আজমত ওমরজাই, রাশিদ খান, ফজল হক ফারুকি, মুজিব উর রহমান, ইয়ামিন আহমেদজাই ও ফরিদ আহমেদ মালিক।
ট্রাভেলিং রিজার্ভ- কায়েস আহমেদ, সেলিফ শফি।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি-
১ম ওয়ানডে- ২৩ ফেব্রুয়ারি, ১১ টা থেকে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২য় ওয়ানডে- ২৫ ফেব্রুয়ারি, ১১ টা থেকে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
৩য় ওয়ানডে- ২৮ ফেব্রুয়ারি, ১১ টা থেকে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
১ম টি-টোয়েন্টি- ৩ মার্চ, বেলা ৩ টা থেকে, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২য় টি-টোয়েন্টি- ৫ মার্চ, বেলা ৩ টা থেকে, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।