

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) সিলেকশন কমিটি আজ (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য পৃথক পৃথক স্কোয়াড ঘোষণা করেছে।
আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত সময়ে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ৩ টি ওয়ানডে ও ২ টি টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান। এই ৩ ওয়ানডে আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ।
নেদারল্যান্ডসের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন উসমান গনি। টপ অর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরান ও অলরাউন্ডার মোহাম্মদ নবি যুক্ত হয়েছেন ১৬ সদস্যের স্কোয়াডে, ট্রাভেলিং রিজার্ভ হয়ে আছেন কায়েস আহমেদ ও সেলিম শফি।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে নেই অবসর নেওয়া আসগর আফগান, নেই গুলবেদিন নাইব, মোহাম্মদ শেহজাদ, হাশমতউল্লাহ শহীদি, হামিদ হাসান ও নাভিন উল হক। স্কোয়াডে ঢুকেছেন দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, আফসার জাজাই, কায়েস আহমেদ ও নিজাত মাসুদ।
আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড-
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, হাশমতউল্লাহ শহিদী (অধিনায়ক), রহমত শাহ (সহ অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, শহীদ কামাল, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবি, গুলবেদিন নাইব, আজমত ওমরজাই, রাশিদ খান, ফজল হক ফারুকি, মুজিব উর রহমান, ইয়ামিন আহমেদজাই ও ফরিদ আহমেদ মালিক।
ট্রাভেলিং রিজার্ভ- কায়েস আহমেদ, সেলিফ শফি।
🚨 SQUAD ANNOUNCEMENT🚨
Here are our ODI and T20I squads for the series vs @BCBtigers, starting February 23#AfghanAtalan | #AFGvBD
More: ▶️ https://t.co/1zvQQOD8vb pic.twitter.com/Gbn6Jieb5f
— Afghanistan Cricket Board (@ACBofficials) February 14, 2022
আফগানিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড-
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হযরতউল্লাহ জাজাই, উসমান গনি, দারউইশ রাসুলি, মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, আফসার জাজাই, করিম জানাত, আজমত ওমরজাই, শরফুদ্দিন আশরাফ, রাশিদ খান, মুজিব উর রহমান, কায়েস আহমেদ, ফজল হক ফারুকি, নিজাত মাসুদ, ফরিদ আহমেদ মালিক।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি-
১ম ওয়ানডে- ২৩ ফেব্রুয়ারি, ১১ টা থেকে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২য় ওয়ানডে- ২৫ ফেব্রুয়ারি, ১১ টা থেকে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
৩য় ওয়ানডে- ২৮ ফেব্রুয়ারি, ১১ টা থেকে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
১ম টি-টোয়েন্টি- ৩ মার্চ, বেলা ৩ টা থেকে, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২য় টি-টোয়েন্টি- ৫ মার্চ, বেলা ৩ টা থেকে, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।