

পিএসএলের ৭ম আসরের বাকি ম্যাচগুলোতে আর খেলতে দেখা যাবে না পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে। দীর্ঘদিনের ইনজুরি তাকে এ সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। নিজের ইউটিউব চ্যানেলে এ তথ্য দেন তিনি।
৪১ বছর বয়সী এ ক্রিকেটার জানান, তার শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে। সকল শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
‘ভালো ফলাফল নিয়ে পিএসএল অধ্যায় শেষ করতে চেয়েছিলাম। পিঠের নিম্নাংশের ইনজুরি নিয়ে গত ১৫-১৬ বছর ক্রিকেট খেলে যাচ্ছি। সেই ব্যথার তীব্রতা এখন আরো বেড়েছে। কুঁচকি, হাঁটু, এমনকি পায়ের আঙ্গুলেও এখন ব্যথা অনুভব করি,’ বলেন আফ্রিদি।
Good bye to PSL | My body is in serious painhttps://t.co/yyHWSibxlH
— Shahid Afridi (@SAfridiOfficial) February 13, 2022
আফ্রিদি জানান, তিনি কয়েকমাস পূনর্বাসনে থাকবেন এবং কাশ্মির প্রিমিয়ার লিগে (কেপিএল) খেলার জন্য প্রস্তুতি নিবেন।
‘স্বাস্থ্যই সব এবং আমি এই ব্যথার যন্ত্রণা নিতে পারছি না।’
কোয়েটা গ্লাডিয়েটর্সের মালিক নাদিম ওমরকে ধন্যবাদ জানান এবং টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো না খেলতে পারার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
‘ভক্তদের জন্য আমি আবারও ফিরে আসবো। আমার জন্য দোয়া করবেন,’ বলে শেষ করেন আফ্রিদি।
গ্লাডিয়েটর্সের হয়ে এবার ৩ ম্যাচ খেলে ৩ উইকেট পেয়েছেন তিনি।