

আইপিএলের মেগা নিলামে দুই দফা উঠলেও সাকিব আল হাসান অবিক্রীত। কিন্তু বিপিএলে ব্যাট কিংবা বল হাতে সাকিব ঝলক দেখাচ্ছেন ম্যাচের পর ম্যাচ। টানা পঞ্চম ম্যাচে হয়েছেন সেরা খেলোয়াড়। তবে এই অনবদ্য সাকিবকে কোন আইপিএল ফ্র্যাঞ্চাইজি দলে না টানায় অবাক হয়েছেন তাঁর সতীর্থ জিয়াউর রহমান।
ফরচুন বরিশালের অলরাউন্ডার জিয়াউর রহমান সতীর্থ সাকিব আল হাসানকে আইপিএলের মেগা নিলামে অবিক্রীত দেখে বেশ অবাকই হয়েছেন। জিয়াউরের বিশ্বাস ছিল ভিত্তিমূল্যের থেকে অনেক বেশি মূল্যে সাকিবকে দলে ভেড়াতে চাইবে আইপিএল দলগুলো,
‘আমি মনে করেছিলাম যে সাকিব এবার আইপিএলে খুব বড় একটা পেমেন্ট পাবে। অবশ্যই দল পাবে। কারণ সাকিবের দল না পাওয়ার কোন কারণ নেই। কেন যে এমন হল আসলে আমিও একটু অবাক হয়েছি।’
কি কারণে সাকিবকে দলে টানেনি ফ্র্যাঞ্চাইজিগুলো এ ব্যাপারে নিশ্চিত নন জিয়া নিজেও,
‘একটা জিনিস হতে পারে যে এই সময়ে তো আমাদের টেস্ট সিরিজ আছে। তখন সাকিব কতটুকু অ্যাভেইলেবল থাকবে, আইপিএল যেহেতু বড় আসর, সাকিব কয়টা ম্যাচ খেলতে পারবে..এটা একটা কারণ হতে পারে আমি নিশ্চিত না।’
মেগা নিলামের প্রথম দিন অবিক্রীত থাকার পর আজ আবার নিলামে নাম উঠেছিল সাকিব আল হাসানের। কিন্তু দ্বিতীয় দফাতে সাকিব অবিক্রীত।