

চলতি বিপিএলে পারফরম্যান্স দিয়ে যেসব ক্রিকেটার নজর কেড়েছেন তাদের মধ্যে অন্যতম এনামুল হক বিজয়। দল হিসেবে সিলেট সানরাইজার্স বেশ হতাশ করেছে বলে প্লে-অফে ব্যাট হাতে দেখা যাবেনা বিজয়কে। তবে গ্রুপ পর্বের পারফরম্যান্সের পেছনে দলটির ব্যাটিং কোচ জুলিয়ান উডের কৃতিত্ব স্বীকার করে নিলেন। এই টুর্নামেন্টের পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে নজর বিজয়ের।
বাংলাদেশের হয়ে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছেন ২০১৯ সালে। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০১৫ সালে। লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেছেন নিয়মিত।
এবার বিপিএলে ৯ ম্যাচে ৩১.১১ গড়ে ১২১.৭৪ স্ট্রাইক রেটে রান করেছেন ২৮০। এখনো পর্যন্ত টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক। টুর্নামেন্টে ভালো করার পেছনে আছেন সিলেট সানরাইজার্সের জনপ্রিয় পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড।
বিজয় গতকাল (১২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচের পর বলেন,
‘উডের সাথে কাজ করার বেশ সময় পেয়েছি। তার সাথে ভালোমত প্র্যাকটিস করেছি। আমাকে অনেক সহায়তা করেছে। তাকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। আমাকে নিয়ে এক মাস ধরে কাজ করেছে। তার কথা থেকে অনেক কিছু শিখতে পেরেছি এবং কাজে লাগাতে পেরেছি।’
‘বিপিএল শুরুর আগে বিসিএলে মনের মত খেলতে পারিনি, যেরকম প্রতি বছর আমার যায়। এনসিএলটাও মনের মত হয়নি, সাধারণত যেরকম খেলি। তবে যতটুক হয়েছে ঠিক ছিল। বিসিএলের ওয়ানডে ম্যাচ খেলার পর ভালো কিছু করতে পারব এই আত্মবিশ্বাস ছিল। বড় টুর্নামেন্টে শুরুটা খুব গুরুত্বপূর্ণ। ভালো শুরুর পর ছন্দ ফিরে পেয়েছি বা আত্মবিশ্বাসী ছিলাম।’
এদিকে তামিম ইকবালের অনপুস্থিতিতে জাতীয় দলে টি-টোয়েন্টি দলে ওপেনার সংকটে ভুগছে বাংলাদেশ। সে ক্ষেত্রে বিজয়কে বিকল্প হিসেবে দেখছেন অনেকেই। সেটা কতখানি চূড়ান্ত রূপ পাবে তা সময়ই বলে দিবে, তবে বিজয় নিজেও নজর দিয়েছেন সেদিকে।
তিনি বলেন,
‘আমি তো অবশ্যই চাইব জাতীয় দলে ফেরার জন্য। কখনই জাতীয় দল থকে দূরে রাখতে চাই না। তিন ফরম্যাটেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চাই। নিজেকে সবসময় প্রস্তুত রাখার চেষ্টা করি। সেজন্য মনোযোগ অনেক বেশি ছিল।’