

প্লে-অফ খেলতে হলে জিততেই হবে এমন ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে পাত্তাই দিলো না খুলনা টাইগার্স। আন্দ্রে ফ্লেচার ও শেখ মেহেদী হাসানের ১৮২ রানের উদ্বোধনী জুটিতেই লন্ডভন্ড ভিক্টোরিয়ান্স শিবির। খুলনাকে ফাইনালে না তুলে বাংলাদেশ ছাড়বেন না এমন জেদই কাজ করেছে ফ্লেচারের। যার প্রথম ধাপ প্লে-অফ নিশ্চিত করা সেঞ্চুরির পর এই ক্যারিবিয়ান বলছেন তিনি ‘সুপার হ্যাপি’।
আগেই কোয়ালিফায়ার নিশ্চিত করা কুমিল্লা ভিক্টোরিয়ান্স এদিন আগে ব্যাট করে ফাফ ডু প্লেসিসের সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ১৮২ রানের পুঁজি পায়। যা ফ্লেচার-মেহেদীর এক জুটিতেই তাড়া করে ফেলছিলো খুলনা টাইগার্স। তবে জয় থেকে মাত্র ১ রান দূরে থাকা অবস্থায় আউট হন মেহেদী।
বিপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়া ফ্লেচার অপরাজিত ছিলেন ৬২ বলে সমান ৬ টি করে চার, ছক্কায় ১০১ রানে। যেখানে মেহেদি আউট হন ৪৯ বলে ৬ চার, ৪ ছক্কায় ৭৪ রান করে।
ম্যাচ শেষে ফ্লেচার বলছেন দলকেফাইনাল খেলিয়েই তবে যেতে চান, ‘দলের প্লে অফ নিশ্চিত করা আমার কাছে শতকের আনন্দের থেকেও বেশি। আমি ছেলেদের বলছিলাম, ফাইনাল খেলা ছাড়া এখান থেকে যাবো না। আমাদের লক্ষ্য এখনও পূরণ হয়নি। এখনও উদযাপনের সময় আসেনি।’
‘আমরা প্লে অফ নিশ্চিত করলাম মাত্র। আমাদের ফাইনাল খেলতে হবে। ভালো খেলার সুযোগ আছে। এটা আমার দ্বিতীয় বিপিএল। দ্বিতীয় সেঞ্চুরিও পেলাম। আশা করছি সামনেও ভালো কিছু হবে।’
দলকে দারুণ এক জয়ে টুর্নামেন্টে টিকিয়ে রেখে ফ্লেচার বলছেন সুপার হ্যাপি, ‘আমি আমার শক্তির জায়গা ধরে রাখার চেষ্টা করছিলাম। অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়ার প্রয়োজন অনুভব করিনি। নারাইন এবং বাঁহাতি স্পিনার (তানভীর) বেশ ভালো বল করে আটকানোর চেষ্টা করছিল।’
‘নিজেদের সঙ্গে কথা বলছিলাম। পরিকল্পনা ছিল, আমরা ওদের বিপক্ষে যদি ৬ রান করে নেই এবং বাকিদের যদি টার্গেট করি তাহলে দারুণভাবে এগিয়ে যেতে পারব। ট্রাস্ট মি আই অ্যাম সুপার হ্যাপি।’