

আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ২০২২ এর আগে গতকালের পর আজও হচ্ছে ক্রিকেটারদের নিলাম (আইপিএল ২০২২ নিলাম)। ১০ ফ্র্যাঞ্চাইজি স্কোয়াড গোছাচ্ছে এই নিলামে, তাই নিলামকে বলা হচ্ছে আইপিএল মেগা নিলাম। এই নিলামের ২য় দিনের খুটিনাটি আপডেট থাকছে এই লাইভ রিপোর্টে।
আনসোল্ড প্লেয়ার অকশন ২-
১. মোহাম্মদ নবি (আফগানিস্তান)- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি। সেই দামেই তাকে দলে টানে কোলকাতা নাইট রাইডার্স।
২. উমেশ যাদব (ভারত)- ভিত্তিমূল্য ২ কোটি ভারতীয় রুপি। সেই দামেই তাকে দলে টানে কোলকাতা নাইট রাইডার্স।
৩. জিমি নিশাম (নিউজিল্যান্ড)- ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ ভারতীয় রুপি। সেই দামেই তাকে দলে টানে রাজস্থান রয়্যালস।
৪. নাথান কোল্টার নিল (অস্ট্রেলিয়া)- ভিত্তিমূল্য ২ কোটি ভারতীয় রুপি। সেই দামেই তাকে দলে টানে রাজস্থান রয়্যালস।
৫. ইশান্ত শর্মা (ভারত)- ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৬. কায়েস আহমেদ (আফগানিস্তান)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৭. ভিকি অস্তোয়াল (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। সেই দামেই তাকে দলে টানে দিল্লি ক্যাপিটালস।
৮. র্যাসি ভ্যান ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা)- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি। সেই দামেই তাকে দলে টানে রাজস্থান রয়্যালস
৯. ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড)- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি। সেই দামেই তাকে দলে টানে রাজস্থান রয়্যালস।
১০. সিদ্ধার্থ কল (ভারত)- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি। সেই দামেই তাকে দলে টানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
১১. অ্যান্ড্রু টাই (অস্ট্রেলিয়া)- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি। অবিক্রীত।
১২. রোহান কাদাম (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
১৩. বি সাই সুদর্শন (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। সেই দামেই তাকে দলে টানে গুজরাট টাইটান্স।
১৪. শামির রিজভি (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
১৫. আরিয়ান জুয়েল (ভারত)- ভিত্তিমূল্য ২ লাখ রুপিতেই তাকে দলে টানে মুম্বাই ইন্ডিয়ান্স।
১৬. ফ্যাবিয়ান অ্যালেন (ওয়েস্ট ইন্ডিজ)- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপিতে তাকে দলে টানে মুম্বাই ইন্ডিয়ান্স।
১৭. লুভনিথ সিসোডিয়া (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ রুপিতে তাকে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
১৮. শিভাঙ্ক ভাশিষ্ট (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
১৯. আমান খান (ভারত)– ২০ লাখ ভিত্তিমূল্যে তাকে দলে টানে কোলকাতা নাইট রাইডার্স।
২০. ডেভিড উইলি (ইংল্যান্ড)- ২ কোটি রুপি ভিত্তিমূল্যে তাকে দলে টানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
২১. কুলওয়ান্ত খেজরোলিয়া (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
২২. রাহুল চান্ড্রোল (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
২৩. আকাশ মাধোয়াল (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
আনসোল্ড প্লেয়ার অকশন ১-
১. ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা)- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি। তাকে ৩ কোটি রুপিতে দলে টানে গুজরাট টাইটান্স।
২. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ভিত্তিমূল্য ২ কোটি ভারতীয় রুপি। অবিক্রীত।
৩. স্যাম বিলিংস (ইংল্যান্ড)- ভিত্তিমূল্য ২ কোটি ভারতীয় রুপিতে স্যাম বিলিংসকে দলে টানে কোলকাতা নাইট রাইডার্স।
৪. ঋদ্ধিমান সাহা (ভারত)- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি। ইয়াকে ১ কোটি ৯০ লাখ রুপিতে দলে টানে গুজরাট টাইটান্স।
৫. ম্যাথু ওয়েড (অস্ট্রেলিয়া)- ভিত্তিমূল্য ২ কোটি ভারতীয় রুপি। তাকে ২ কোটি ৪০ লাখ রুপিতে দলে টানে গুজরাট টাইটান্স।
৬. উমেশ যাদব (ভারত)- ভিত্তিমূল্য ২ কোটি ভারতীয় রুপি। অবিক্রীত।
৭. সি হারি নিশান্ত (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ রুপিতেই তাকে দলে টানে চেন্নাই সুপার কিংস।
৮. এন জাগদেশান (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ রুপিতেই তাকে দলে টানে চেন্নাই সুপার কিংস।
৯. বিষ্ণু বিনোদ (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। তাকে ৫০ লাখ রুপিতে দলে টানে সানরাইজার্স হায়দ্রাবাদ।
১০. ক্রিস জর্ডান (ইংল্যান্ড)- ভিত্তিমূল্য ২ কোটি ভারতীয় রুপি। তাকে ৩ কোটি ৬০ লাখ রুপিতে দলে টানে চেন্নাই সুপার কিংস।
১১. জিমি নিশাম (নিউজিল্যান্ড)- ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
১২. শেলডন কটরেল (ওয়েস্ট ইন্ডিজ)- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
১৩. লুঙ্গি এনগিডি (দক্ষিণ আফ্রিকা)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। সেই দামেই তাকে দলে টানে দিল্লি ক্যাপিটালস।
১৪. কায়েস আহমেদ (আফগানিস্তান)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
১৫. কারান শর্মা (ভারত)- ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতেই তাকে দলে টানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
১৬. হারনুর সিং (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
১৭. কুলদ্বীপ সেন (ভারত)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। সেই দামেই তাকে দলে টানে রাজস্থান রয়্যালস।
১৮. মুজতবা ইউসুফ (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
১৯. অ্যালেক্স হেলস (ইংল্যান্ড)- ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ ভারতীয় রুপিতে তাকে দলে টানে কোলকাতা নাইট রাইডার্স।
২০. এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ)- ভিত্তিমূল্য ২ কোটি ভারতীয় রুপি। সেই দামেই তাকে দলে টানে লখনৌ সুপারজায়ান্টস।
২১. করুন নায়ার (ভারত)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। তাকে ১ কোটি ৪০ লাখ রুপিতে দলে টানে রাজস্থান রয়্যালস।
২২. চারিথ আসালাঙ্কা (শ্রীলঙ্কা)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
২৩. রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
২৪. বেন ম্যাকডারমট (অস্ট্রেলিয়া)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
২৫. গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড)- ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ ভারতীয় রুপিতে তাকে দলে টানে সানরাইজার্স হায়দ্রাবাদ।
২৬. টিম সেইফার্ট (নিউজিল্যান্ড)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। তাকে ভিত্তিমূল্যেই দলে টানে দিল্লি ক্যাপিটালস।
২৭. নাথান এলিস (অস্ট্রেলিয়া)- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি। সেই দামেই তাকে দলে নেয় পাঞ্জাব কিংস।
২৮. ফজল হক ফারুকি (আফগানিস্তান)– ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতেই তাকে দলে টানে সানরাইজার্স হায়দ্রাবাদ।
২৯. রিস টপলি (ইংল্যান্ড)- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৩০. অ্যান্ড্রু টাই (অস্ট্রেলিয়া)- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি। অবিক্রীত।
৩১. তন্ময় আগারওয়াল (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৩২. শামির রিজভি (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৩৩. রমনদ্বীপ সিং (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ রুপিতেই তাকে দলে টানে মুম্বাই ইন্ডিয়ান্স।
৩৪. বি সাই সুদর্শন (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৩৫. অথর্ভ তাইড়ে (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। সেই দামেই তাকে দলে টানে পাঞ্জাব কিংস।
৩৬. ধ্রুভ জুড়েল (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। সেই দামেই তাকে দলে টানে রাজস্থান রয়্যালস।
৩৭. মায়াঙ্ক যাদব (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। সেই দামেই তাকে দলে টানে লখনৌ সুপারজায়ান্টস।
৩৮. তেজাস বারোকা (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। সেই দামেই তাকে দলে টানে রাজস্থান রয়্যালস।
৩৯. ভানুকা রাজাপাকশে (শ্রীলঙ্কা)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। সেই দামেই তাকে দলে টানে পাঞ্জাব কিংস।
৪০. ময়েসেস হেনরিকস (অস্ট্রেলিয়া)- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি। অবিক্রীত।
৪১. আকিল হোসেন (ওয়েস্ট ইন্ডিজ)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৪২. স্কট কুগেলেইন (অস্ট্রেলিয়া)- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৪৩. গুরকিরাত সিং (ভারত)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। সেই দামেই তাকে দলে টানে গুজরাট টাইটান্স।
৪৪. কেন রিচার্ডসন (অস্ট্রেলিয়া)– ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৪৫. টিম সাউদি (নিউজিল্যান্ড)- ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ ভারতীয় রুপি। সেই দামেই তাকে দলে টানে কোলকাতা নাইট রাইডার্স।
৪৬. রাহুল বুদ্ধি (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। সেই দামেই তাকে দলে টানে মুম্বাই ইন্ডিয়ান্স।
৪৭. বেনি হাওয়েল (ইংল্যান্ড)- ভিত্তিমূল্য ৪০ লাখ ভারতীয় রুপি। সেই দামেই তাকে দলে টানে পাঞ্জাব কিংস।
৪৮. অতীত শেঠ (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৪৯. উতকর্ষ সিং (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৫০. মাথিশা পাতিরানা (শ্রীলঙ্কা)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৫১. কুলদিপ যাদব (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। সেই দামেই তাকে দলে টানে রাজস্থান রয়্যালস।
৫২. কলিন মুনরো (নিউজিল্যান্ড)- ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৫৩. বরুণ অরুণ (ভারত)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। সেই দামেই তাকে দলে টানে গুজরাট টাইটান্স।
৫৪. ব্লেসিং মুজারাবানি (জিম্বাবুয়ে)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৫৫. শিভাঙ্ক বাসিস্ত (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৫৬. রমেশ কুমার (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। সেই দামেই তাকে দলে টানে কোলকাতা নাইট রাইডার্স।
৫৭. জেরাল্ড কোয়েটজে (স্কটল্যান্ড)– ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৫৮. ঋত্বিক শকিন (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। সেই দামেই তাকে দলে টানে মুম্বাই ইন্ডিয়ান্স।
৫৯. প্রত্যুশ সিং (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৬০. শুভাম শর্মা (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৬১. কে ভগত বার্মা (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। সেই দামেই তাকে দলে টানে চেন্নাই সুপার কিংস।
৬২. চিন্তিয়া রেড্ডি (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৬৩. ভারত শর্মা (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৬৪. চিন্তলা রেড্ডি (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৬৫. অর্জুন টেন্ডুলকার (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। তাকে ৩০ লাখ রুপিতে দলে টানে মুম্বাই ইন্ডিয়ান্স।
৬৬. শুভাম ঘারওয়াল (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। সেই দামেই তাকে দলে টানে রাজস্থান রয়্যালস।
৬৭.ডুয়ান জানসেন (দক্ষিণ আফ্রিকা)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৬৮. খিজার দাফেদার (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৬৯. রোহান রানা (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
অ্যাকসেলারেটেড অকশন ২ঃ
১. মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
২. ভানুকা রাজাপাকশে (শ্রীলঙ্কা)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৩. রস্টন চেজ (ওয়েস্ট ইন্ডিজ)- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি। অবিক্রীত।
৪. বেন কাটিং (অস্ট্রেলিয়া)- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৫. পাওয়ান নেগি (ভারত)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৬. শন অ্যাবট (অস্ট্রেলিয়া)- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি। তাকে ২ কোটি ৬০ লাখ রুপিতে দলে টানে সানরাইজার্স হায়দ্রাবাদ।
নাম উঠল না তাসকিন আহমেদেরওঃ ফাস্ট বোলার ৪ সেটে ২৮০ নম্বরে নাম ছিল বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের। তবে নিলামে লিটন দাসের মত তার নামই ওঠেনি।
৭. আলঝারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ)- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি। তাকে ২ কোটি ৪০ লাখ রুপিতে দলে টানে গুজরাট টাইটান্স।
৮. ধাওয়াল কুলকার্নি (ভারত)- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৯. রাইলি মেরেডিথ (অস্ট্রেলিয়া)- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি। তাকে ভিত্তিমূল্যেই দলে টানে মুম্বাই ইন্ডিয়ান্স।
১০. কেন রিচার্ডসন (অস্ট্রেলিয়া)- ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
১১. রাহুল ভুদ্দি (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
১২. লরি ইভান্স (ইংল্যান্ড)- ভিত্তিমূল্য ৪০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
১৩. আইউশ বাদুনি (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। তাকে ভিত্তিমূল্যেই দলে টানে লখনৌ সুপারজায়ান্টস।
১৪. অনেশ্বর গৌতম (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। তাকে ভিত্তিমূল্যেই দলে টানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
১৫. বেনি হাওয়েল (ইংল্যান্ড)- ভিত্তিমূল্য ৪০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
১৬. হেইডেন কের (অস্ট্রেলিয়া)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
১৭. সৌরভ কুমার (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
১৮. শামস মুলানি (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
১৯. ধ্রুব প্যাটেল (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
২০. অতীত শেঠ (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
২১. ডেভিড ভিসা (নামিবিয়া)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
২২. বালা ইন্দ্রজিত (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। তাকে ভিত্তিমূল্যেই দলে টানে কোলকাতা নাইট রাইডার্স।
২৩. কেনার লুইস (ওয়েস্ট ইন্ডিজ)- ভিত্তিমূল্য ৪০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
২৪. বিআর শরৎ (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
২৫. সুশান্ত মিশ্র (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
২৬. চামিকা করুণারত্নে (শ্রীলঙ্কা)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত। তাকে ভিত্তিমূল্যেই দলে টানে কোলকাতা নাইট রাইডার্স।
২৭. ডেভিড উইলি (ইংল্যান্ড)- ভিত্তিমূল্য ২ কোটি ভারতীয় রুপি। অবিক্রীত।
নাম উঠল না শরিফুল ইসয়ামেরওঃ ফাস্ট বোলার ৫ সেটে ৩৫৯ নম্বরে নাম ছিল বাংলাদেশের পেসার শরিফুল ইসলামের। তবে নিলামে লিটন দাস ও তাসকিন আহমেদের মত তার নামই ওঠেনি।
২৮. ব্লেসিং মুজারাবানি (জিম্বাবুয়ে)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
২৯. আর সমর্থ (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। তাকে ভিত্তিমূল্যেই দলে টানে সানরাইজার্স হায়দ্রাবাদ।
৩০. অভিজিত তোমার (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। তাকে ৪০ লাখ রুপিতে দলে টানে কোলকাতা নাইট রাইডার্স।
৩১. প্রদীপ সাংওয়ান- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। তাকে ভিত্তিমূল্যেই দলে টানে গুজরাট টাইটান্স
৩২. কৌশল তাম্বে (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৩৩. মুকেশ কুমার সিং (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৩৪. প্রথম সিং (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। তাকে ভিত্তিমূল্যেই দলে নেয় কোলকাতা নাইট রাইডার্স।
৩৫. ঋত্বিক চ্যাটার্জি (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপিতেই দলে টানে পাঞ্জাব কিংস।
৩৬. নিনাদ রাথবা (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৩৭. ঋত্বিক শকিন (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৩৮. শশাঙ্ক সিং (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। ভিত্তিমূল্যেই তাকে দলে পায় সানরাইজার্স হায়দ্রাবাদ।
৩৯. কাইল মায়ের্স (ওয়েস্ট ইন্ডিজ)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপিতেই তাকে দলে পায় লখনৌ সুপারজায়ান্টস।
৪০. অমিত আলি (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৪১. কারান শর্মা (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। সেই দামেই তাকে পায় লখনৌ সুপার জায়ান্টস।
৪২. বালতেজ ধান্দা (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত। সেই দামেই তাকে পায় পাঞ্জাব কিংস।
৪৩. সৌরভ দুবে (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। সেই দামেই তাকে পায় সানরাইজার্স হায়দ্রাবাদ।
৪৪. ললিত যাদব (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৪৫. মোহাম্মদ আশরাফ (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৪৬. মোহাম্মদ আরশাদ খান (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ রুপিতেই তাকে দলে টানে মুম্বাই ইন্ডিয়ান্স।
৪৭. আনশ প্যাটেল (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। তাকে ভিত্তিমূল্যেই দলে টানে পাঞ্জাব কিংস।
৪৮. আশোক শর্মা (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত। তাকে ৫৫ লাখ রুপিতে দলে টানে কোলকাতা নাইট রাইডার্স।
৪৯. আশুতোষ শর্মা (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৫০. অরুনাই সিং (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। ভিত্তিমূল্যেই তাকে দলে পায় রাজস্থান রয়্যালস।
অ্যাকসেলারেটেড অকশন ১ঃ
১. ফিন অ্যালেন (নিউজিল্যান্ড)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। তাকে ৮০ লাখ রুপিতে দলে টানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
২. ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড)- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি। তাকে ভিত্তিমূল্যেই দলে টানে চেন্নাই সুপার কিংস।
৩. অ্যালেক্স হেলস (ইংল্যান্ড)- ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৪. এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ)- ভিত্তিমূল্য ২ কোটি ভারতীয় রুপি। অবিক্রীত।
৫. করুন নায়ার (ভারত)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি।
৬. রবম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ)- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি। তাকে ২ কোটি ৮০ লাখ রুপিতে দলে টানে দিল্লি ক্যাপিটালস।
৭. র্যাসি ভ্যান ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা)- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি। অবিক্রীত।
৮. জফরা আর্চার (ইংল্যান্ড)- ভিত্তিমূল্য ২ কোটি ভারতীয় রুপি। তাকে ৮ কোটি রুপিতে দলে টানে মুম্বাই ইন্ডিয়ান্স।
৯. চারিথ আসালাঙ্কা (শ্রীলঙ্কা)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
১০. রিশি ধাওয়ান (ভারত)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। তাকে ৫৫ লাখ রুপিতে দলে নেয় পাঞ্জাব কিংস।
১১. জর্জ গার্টন (ইংল্যান্ড)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
১২. ডোয়াইন প্রিটোরিয়াস (দক্ষিণ আফ্রিকা)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। তাকে ভিত্তিমূল্যেই দলে নেয় চেন্নাই সুপার কিংস।
১৩. শেরফানে রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ)- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি। তাকে ভিত্তিমূল্যেই দলে টানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
১৪. ড্যানিয়েল সামস (অস্ট্রেলিয়া)- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি। তাকে ২ কোটি ৬০ লাখ রুপিতে দলে টানে মুম্বাই ইন্ডিয়ান্স।
১৫. মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড)- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি। তাকে ১ কোটি ৯০ লাখ রুপিতে দলে টানে চেন্নাই সুপার কিংস।
১৬. রোমারিও শেফার্ড (ওয়েস্ট ইন্ডিজ)- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি। তাকে ৭ কোটি ৭৫ লাখ রুপিতে দলে টানে সানরাইজার্স হায়দ্রাবাদ।
নিলামে নামই উঠল না লিটন দাসের- অকশন লিস্টে উইকেটরক্ষক ২ সেটে নাম ছিল লিটন দাসের। তালিকার ১৮১ নম্বরে জায়গা পেলেও লিটন দাসের নামই ওঠেনি নিলামে।
১৭. রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
১৮. গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড)- ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
১৯. বেন ম্যাকডরমট (অস্ট্রেলিয়া)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
২০. জেসন বেহরেন্ডর্ফ (অস্ট্রেলিয়া)- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপিতেই তাকে দলে টানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
২১. নাথান এলিস (অস্ট্রেলিয়া)- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
২২. সিদ্ধার্থ কল (ভারত)- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
২৩. ফজলহক ফারুকি (আফগানিস্তান)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
২৪. ওবেদ ম্যাকয় (ওয়েস্ট ইন্ডিজ)- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি। তাকে ভিত্তিমূল্যেই দলে নেউ রাজস্থান রয়্যালস।
২৫. টাইমাল মিলস (ইংল্যান্ড)- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি। তাকে ১ কোটি ৫০ লাখ রুপিতে দলে টানে মুম্বাই ইন্ডিয়ান্স।
২৬. অ্যাডাম মিলনে (নিউজিল্যান্ড)- ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ ভারতীয় রুপি। তাকে ১ কোটি ৯০ লাখ রুপিতে দলে নিল চেন্নাই সুপার কিংস।
২৭. রিস টপলি ( ইংল্যান্ড)- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
২৮. অ্যান্ড্রু টাই (অস্ট্রেলিয়া)- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি। অবিক্রীত।
২৯. স্বন্দ্বীপ ওয়ারিয়র (ভারত)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৩০. তন্ময় আগারওয়াল (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৩১. টম কোহলার ক্যাডমোর (ইংল্যান্ড)- ভিত্তিমূল্য ৪০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৩২. শামির রিজভি (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৩৩. শুভ্রাংশু সেনাপতি (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। তাকে ভিত্তিমূল্যেই দলে টানে চেন্নাই সুপার কিংস।
৩৪. অপূর্ব ওয়াংখাড়ে (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৩৫. অথর্ভ আংকোলেকার (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৩৬. টিম ডেভিড (অস্ট্রেলিয়া)- ভিত্তিমূল্য ৪০ লাখ ভারতীয় রুপি। ৮ কোটি ২৫ লাখ রুপিতে তাকে দলে টানে মুম্বাই ইন্ডিয়ান্স।
৩৭. প্রবীন দুবে (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। তাকে ৫০ লাখ রুপিতে দলে টানে দিল্লি ক্যাপিটালস।
৩৮. প্রিরাক মানকাড় (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। তাকে ভিত্তিমূল্যেই দলে টানে পাঞ্জাব কিংস।
৩৯. সুয়াশ প্রভুদেশাই (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। তাকে ৩০ লাখ রুপিতে দলে টানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
৪০. রমনদ্বীপ সিং (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৪১. বি সাই সুদর্শন (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৪২. অথর্ভ তাইড়ে (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৪৩. প্রশান্ত চোপড়া (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৪৪. ধ্রুভ জুড়েল (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৪৫. আরিয়ান জুয়েল (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৪৬. ভৈরব আরোরা (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। তাকে ২ কোটি রুপিতে দলে টানে পাঞ্জাব কিংস।
৪৭. মুকেশ চৌধুরী (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। তাকে ভিত্তিমূল্যেই দলে টানে চেন্নাই সুপার কিংস।
৪৮. রাকিশ দার (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপিতেই দলে টানে কোলকাতা নাইট রাইডার্স।
৪৯. বেন ডারশুইস (অস্ত্রেলিয়া)- ভিত্তিমূল্য ৩০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৫০. পঙ্কজ জেসওয়াল (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৫১. মহসিন খান (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। সেই দামেই তাকে দলে টানে লখনৌ সুপারজায়ান্টস।
৫২. চামা মিলিন্দ (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। তাকে ২৫ লাখ রুপিতে দলে টানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
৫৩. মায়াঙ্ক যাদব (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৫৪. তেজাস বারোকা (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৫৫. যুবরাজ চুড়াসামা (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৫৬. প্রশান্ত সোলাঙ্কি (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। তাকে ১ কোটি ২০ লাখ রুপিতে দলে টানে চেন্নাই সুপার কিংস।
৫৭. মিধুন সুদেসান (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
আনক্যাপড ফাস্ট বোলার ২ সেটঃ
১. বসু ভাটস (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
২. ইয়াশ ঠাকুর (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৩. আরজান নাগাসওয়াল্লা (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৪. ইয়াশ দায়াল (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। তাকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে টানে গুজরাট টাইটান্স।
৫. সামারজিত সিং (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। তাকে ভিত্তিমূল্যে দলে টানে চেন্নাই সুপার কিংস।
৬. মুজতবা ইউসুফ (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৭. কুলদ্বীপ সেন (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৮. আকাশ সিং ( ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
আনক্যাপড অলরাউন্ডার ২ সেটঃ
১. লালিত যাদব (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। তাকে ৬৫ লাখ রুপিতে দলে টানে দিল্লি ক্যাপিটালস।
২. রিপাল প্যাটেল (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। তাকে ভিত্তিমূল্যেই দলে টানে দিল্লি ক্যাপিটালস।
৩. ইয়াশ ধুল (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। তাকে ৫০ লাখ রুপিতে দলে টানে দিল্লি ক্যাপিটালস।
৪. তিলক ভার্মা (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। তাকে ১ কোটি ৭০ লাখ রুপিতে দলে টানে মুম্বাই ইন্ডিয়ান্স।
৫. মাহিপাল লোমরোর (ভারত)- ভিত্তিমূল্য ৪০ লাখ ভারতীয় রুপি। তাকে ৯৫ লাখ রুপিতে দলে টানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
৬. অনুকুল রয় (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। তাকে ভিত্তিমূল্যে দলে টানে কোলকাতা নাইট রাইডার্স।
৭. দর্শন নালকান্দে (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। তাকে ভিত্তিমুল্যে দলে টানে গুজরাট টাইটান্স।
৮. ভিকি অস্তোয়াল (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৯. সঞ্জয় যাদব (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। তাকে ৫০ লাখ রুপিতে দলে টানে মুম্বাই ইন্ডিয়ান্স।
১০. রাজ বাওয়া (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। তাকে ২ কোটি রুপিতে দলে টানে পাঞ্জাব কিংস।
১১. রাজবর্ধন হাঙ্গারগেকার (ভারত)- ভিত্তিমূল্য ৩০ লাখ ভারতীয় রুপি। তাকে ১ কোটি ৫০ লাখ রুপিতে দলে টানে চেন্নাই সুপার কিংস।
আনক্যাপড ব্যাটার ২ সেটঃ
১. ভিরাট সিং (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত
২. হিম্মত সিং (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৩. শচীন বেবি (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৪. হারনুর সিং (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৫. হিমাংশু রানা (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৬. রিঙ্কু সিং (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। তাকে ৫৫ লাখ রুপিতে দলে টানে কোলকাতা নাইট রাইডার্স।
৭. মানান ভোহরা (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। তাকে ভিত্তিমূল্যেই দলে টানে লখনৌ সুপারজায়ান্টস।
৮. রিকি ভুই (ভারত)- ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
স্পিন বোলার ২ সেটঃ
১. মায়াঙ্ক মারকান্ডে (ভারত)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। তাকে ৬৫ লাখ রুপিতে দলে টানে মুম্বাই ইন্ডিয়ান্স।
২. তাব্রাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা)– ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি। অবিক্রীত।
৩. কায়েস আহমেদ (আফগানিস্তান)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৪. শাহবাজ নাদিম (ভারত)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। তাকে ভিত্তিমূল্যেই দলে টানে লখনৌ সুপারজায়ান্টস।
৫. মাহিশ থিকশানা (শ্রীলঙ্কা)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। তাকে ৭০ লাখ রুপিতে দলে নেয় চেন্নাই সুপার কিংস।
৬. কারান শর্মা (ভারত)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৭. ইশ সোধি (নিউজিল্যান্ড)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৮. পিযুশ চাওলা (ভারত)- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি। অবিক্রীত।
ফাস্ট বোলার ২ সেটঃ
১. ইশান্ত শর্মা (ভারত)- ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
২. সৈয়দ খলিল আহমেদ (ভারত)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। তাকে ৫ কোটি ২৫ লাখ রুপিতে দলে টানে দিল্লি ক্যাপিটালস।
৩. দুশমান্থ চামিরা (শ্রীলঙ্কা)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। তাকে ২ কোটি রুপিতে দলে টানে লখনৌ সুপারজায়ান্টস।
৪. লুঙ্গি এনগিডি (দক্ষিণ আফ্রিকা)- ভিত্তিমুল্য ৫০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৫. চেতন সাকারিয়া (ভারত)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। তাকে ৪ কোটি ২০ লাখ রুপিতে দলে টানে দিল্লি ক্যাপিটালস।
৬. স্বন্দ্বীপ শর্মা (ভারত)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। তাকে ভিত্তিমূল্যেই দলে টানে পাঞ্জাব কিংস।
৭. নবদ্বীপ সাইনি (ভারত)- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি। তাকে ২ কোটি ৬০ লাখ রুপিতে দলে টানে রাজস্থান রয়্যালস।
৮. শেলডন কটরেল (ওয়েস্ট ইন্ডিজ)- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৯. জয়দেব উনাদকাট (ভারত)- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি। তাকে ১ কোটি ৩০ লাখ রুপিতে দলে টানে মুম্বাই ইন্ডিয়ান্স।
১০. নাথান কোল্টার-নিল (অস্ট্রেলিয়া)- ভিত্তিমূল্য ২ কোটি ভারতীয় রুপি। অবিক্রীত।
অলরাউন্ডার ২ সেটঃ
১. লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড)- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি। তাকে ১১ কোটি ৫০ লাখ রুপিতে দলে টানে পাঞ্জাব কিংস।
11.50 Crore for Liam Livingstone.
Overpriced? #IPLAuction pic.twitter.com/4ZgJzEwuSm
— Cricket97 (@cricket97bd) February 13, 2022
২. ডমিনিক ড্রেকস (ওয়েস্ট ইন্ডিজ)- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি। তাকে ১ কোটি ১০ লাখ রুপিতে দলে টানে গুজরাট টাইটান্স।
৩. জিমি নিশাম (নিউজিল্যান্ড)- ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৪. জয়ন্ত যাদব (ভারত)- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি। তাকে ১ কোটি ৭০ লাখ রুপিতে দলে টানে গুজরাট টাইটান্স।
৫. বিজয় শঙ্কর (ভারত)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। তাকে ১ কোটি ৪০ লাখ রুপিতে দলে টানে গুজরাট টাইটান্স।
৬. ক্রিস জর্ডান (ইংল্যান্ড)- ভিত্তিমূল্য ২ কোটি ভারতীয় রুপি। অবিক্রীত।
৭. ওডিন স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ)- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি। তাকে ৬ কোটি রুপিতে দলে টানে পাঞ্জাব কিংস।
৮. মার্কো জানসেন (দক্ষিণ আফ্রিকা)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। তাকে ৪ কোটি ২০ লাখ রুপিতে দলে টানে সানরাইজার্স হায়দ্রাবাদ।
৯. শিবাম দুবে (ভারত)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। তাকে ৪ কোটি রুপিতে দলে টানে চেন্নাই সুপার কিংস।
১০. কৃষ্ণাপ্পা গৌতম (ভারত)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। তাকে ৯০ লাখ রুপিতে দলে টানে লখনৌ সুপারজায়ান্টস।
ব্যাটার ২ সেটঃ
১. এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা)- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি। তাকে ২ কোটি ৬০ লাখ রুপিতে দলে টানে সানরাইজার্স হায়দ্রাবাদ।
২. আজিঙ্কা রাহানে (ভারত)- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি। তাকে ভিত্তিমূল্যেই দলে টানে কোলকাতা নাইট রাইডার্স।
৩. ডেভিড মালান (ইংল্যান্ড)- ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৪. মানদ্বীপ সিং (ভারত)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। তাকে ১ কোটি ১০ লাখ রুপিতে দলে টানে দিল্লি ক্যাপিটালস।
৫. মারনাস লাবুশেইন (অস্ট্রেলিয়া)- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি। অবিক্রীত।
৬. এউইন মরগান (ইংল্যান্ড)- ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৭. সৌরভ তিওয়ারি (ভারত)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৮. অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)- ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
৯. চেতেশ্বর পুজারা (ভারত)- ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। অবিক্রীত।
১২ ফেব্রুয়ারি নিলামের প্রথম দিনে দল পেয়েছেন মোট ৭৪ জন, যার মধ্যে ওভারসিজ ক্রিকেটার আছেন ২০ জন।
১ম দিনের নিলাম শেষে ১০ ফ্র্যাঞ্চাইজি-
চেন্নাই সুপার কিংস- রুতুরাজ গায়কোয়াড়, আম্বাতি রায়ডু, মইন আলি, মাহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, ডোয়াইন ব্রাভো, রবিন উথাপ্পা, কেএম আসিফ, তুষার দেশপান্ডে।
দিল্লি ক্যাপিটালস- ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, মিচেল মার্শ, রিশাব পান্ট, সরফরাজ খান, কেএস ভারত, আক্সার প্যাটেল, শারদুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, আনরিখ নরকিয়া, কমলেশ নাগরকোটি, মুস্তাফিজুর রহমান, অশ্বিন হেব্বার।
গুজরাট টাইটান্স- শুবমান গিল, জেসন রয়, অভিনব মনোহার, হার্দিক পান্ডিয়া, রাহুল তেওয়াটিয়া, রাশিদ খান, মোহাম্মদ শামি, লকি ফার্গুসন, আর সাই কিশোর, নুর আহমেদ।
কোলকাতা নাইট রাইডার্স- ভেঙ্কটেশ আইয়ার, নিতিশ রানা, শ্রেয়াস আইয়ার, শেলডন জ্যাকসন, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, প্যাট কামিন্স, শিভাম মাভি, বরুণ চক্রবর্তী।
লখনৌ সুপার জায়ান্টস- লোকেশ রাহুল, কুইন্টন ডি কক, মনীশ পান্ডে, দীপক হুদা, মার্কাস স্টয়নিস, ক্রুনাল পান্ডিয়া, জেসন হোল্ডার, রবি বিষ্ণয়, আবেশ খান, মার্ক উড, অঙ্কিত রাজপুত।
মুম্বাই ইন্ডিয়ান্স- রোহিত শর্মা, ইশান কিশান, সুরিয়াকুমার যাদব, ডেওয়াল্ড ব্রেভিস, কাইরন পোলার্ড, জাসপ্রীত বুমরাহ, এম অশ্বিন, বাসিল থাম্পি।
পাঞ্জাব কিংস- শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগারওয়াল, জনি বেয়ারস্টো, জিতেশ শর্মা, প্রভসিমরান সিং, শাহরুখ খান, হারপ্রীত ব্রার, কাগিসো রাবাদা, রাহুল চাহার, আর্শদ্বীপ সিং, ইশান পোরেল।
রাজস্থান রয়্যালস- দেবদূত পাডিকাল, যশ্বস্বী জয়সাওয়াল, সাঞ্জু স্যামসন, জস বাটলার, শিমরন হেটমেয়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, যুজব্রেন্দ্র চাহাল, প্রসিধ কৃষ্ণা, কেসি চারিয়াপ্পা।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ফাফ ডু প্লেসিস, ভিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক, শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হারশাল প্যাটেল, জশ হ্যাজেলউড, মোহাম্মদ সিরাজ, আকাস দ্বীপ।
সানরাইজার্স হায়দ্রাবাদ- অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, কেন উইলিয়ামসন, নিকোলাস পুরান, প্রিয়ম গার্গ, আব্দুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, জ সুচিত, শ্রেয়াস গোপাল, কার্তিক তিয়াগি, টি নটরাজন, উমরান মালিক।