

আইপিএল নিলামে কেনা মুম্বাই ইন্ডিয়ান্সের সব থেকে দামি ক্রিকেটার হলেন ইশান কিশান। মেগা নিলামে প্রথম দিনে সর্বোচ্চ মূল্য পেয়েছেন ইশান। ১৫ কোটি ২৫ লাখ রুপিতে ফের এই উইকেটকিপার ব্যাটসম্যানকে দলে টানে মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি। আর তাতেই টুইটার অঙ্গনে বেড়েছে ক্রিকেট সংশ্লিষ্ট মানুষদের আনাগোনা। কেউ জানাচ্ছেন ইশানকে সম্মান, আবার কেউ বলছেন ফিফা গেম খেলার জন্য তিনি একটা ফুটবল দলই কিনতে পারেন।
দামের রেকর্ড গড়া ইশান কিশানকে রীতিমতো মজাদার সব টুইটের ঝড় বইছে,
‘ইশান কিশান সেই এক্সবক্সটি ফেলে দিতে পারে এবং রাতে ফিফা খেলার জন্য একটি ফুটবল দল কিনতে পারে।’
Ishan Kishan can dump that XBox and buy a football team to play FIFA at night.#IPLAuction
— cricBC (@cricBC) February 12, 2022
ইশান কিশান নিজেও টুইট বার্তায় জানান,
‘আমি বাড়ি ফিরছি মুম্বাই ইন্ডিয়ান্স।’
I’m coming home @mipaltan 💙 pic.twitter.com/PBDAxPfZD7
— Ishan Kishan (@ishankishan51) February 12, 2022
আইপিএল নিলামে যুবরাজ সিংয়ের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে দামের নজির গড়লেন ইশান কিশান। মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে দীর্ঘ লড়াই চলেছিলো ইশানকে নিয়ে। অবশেষে দুই কোটি রূপির বেস প্রাইসের ইশান পেলেন ১৫.২৫ কোটি রূপি।
আইপিএল নিলামে দামী প্লেয়ারদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে ইশান কিশান। শীর্ষে রয়েছেন প্রোটিয়া অলরাউন্ডার ক্রিস মরিস। ১৬.২৫ কোটি রূপি দিয়ে মরিসকে কিনেছিলো রাজস্থান রয়্যালস। দ্বিতীয় স্থানে রয়েছেন যুবরাজ সিং। দিল্লি ডেয়ার ডেভিলস ১৬ কোটিতে কিনেছিল যুবিকে। তৃতীয় স্থানে রয়েছেন প্যাট কামিন্স। অজি পেসারকে পেতে ১৫.৫০ কোটি রূপি খরচ করেছিল কোলকাতা নাইট রাইডার্স। এবারের মেগা নিলামে চতুর্থ স্থানে ওঠে এলেন ইশান কিশান।