

আইপিএলের মেগা নিলামের প্রথম দিনে সাকিব আল হাসান অবিক্রীত থাকলেও দল পেয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। দ্য ফিজকে ভিত্তিমূল্য ২ কোটি ভারতীয় রুপিতেই দলে টানে দিল্লি ক্যাপিটালস।
২০২২ আইপিএল মৌসুমের মেগা নিলামের প্রথম দিনেই দল পেলেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজ। ভিত্তি মূল্য ২ কোটির ফাস্ট বোলার ক্যাটাগরিতে সর্বশেষ তাঁর নাম ওঠে। আর তাতেই সুযোগ বুঝে ফিজকে লুফে নেয় দিল্লি ফ্র্যাঞ্চাইজি।
The Fizz secured in just one bid of ₹ 2 Cr!#YehHaiNayiDilli #IPLAuction #IPL2022 pic.twitter.com/ddA3zG96BK
— Delhi Capitals (@DelhiCapitals) February 12, 2022
দিল্লি ক্যাপিটালসে মুস্তাফিজের সঙ্গী রিশাব পান্ট, আক্সার প্যাটেল, পৃথ্বী শ্ব, আনরিখ নরকিয়া, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, শারদুল ঠাকুর, কুলদীপ যাদব, সরফরাজ খান, কমলেশ নাগরকটি এবং শ্রীকর ভারত।
আজকের মেগা নিলামের উদ্বোধন হয় ওপেনার শিখর ধাওয়ানের নাম দিয়ে। এই বাঁ-হাতি ক্লাসিক্যাল ব্যাটসম্যানের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। গত মৌসুমে, ধাওয়ান দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেন করেছিলেন। এবারও তাঁকে দলে ফিরিয়ে আনার জন্য জোর দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। শুরুতে রাজস্থান রয়্যালসও প্রতিযোগিতায় নেমে ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে পায় পাঞ্জাব কিংস ৮.২৫ কোটি ভারতীয় রূপি খরচ করে।
দিল্লি ক্যাপিটালস- ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, মিচেল মার্শ, রিশাব পান্ট, সরফরাজ খান, কেএস ভারত, আক্সার প্যাটেল, শারদুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, আনরিখ নরকিয়া, কমলেশ নাগরকোটি, মুস্তাফিজুর রহমান, অশ্বিন হেব্বার।
STUMPS, DAY 1️⃣ 💙#YehHaiNayiDilli #IPLAuction #IPL2022 pic.twitter.com/6zF8d2sRoH
— Delhi Capitals (@DelhiCapitals) February 12, 2022