

বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) শুরু থেকে দর্শক অনুমোদন দেয়নি বিসিবি। তবে প্লে অফ পর্ব থেকে দর্শক অনুমোদন দিতে চায়, এখন কেবল অপেক্ষা সরকারের সবুজ সংকেতের।
করোনা পরবর্তী বাংলাদেশের মাঠে দর্শক অনুমোদন পায় সর্বশেষ পাকিস্তান সিরিজে। যেখানে স্টেডিয়ামের ধারণ ক্ষমতার ৫০ শতাংশ অনুমোদন দিয়েছিলো বিসিবি। তবে পরবর্তীতে করোনা প্রভাব আবার খারাপ হলে দর্শক ছাড়াই বিপিএল শুরু হয়।
তবে এবার প্লে অফ পর্বে আবারও দর্শক ফেরানোর ভাবনা বিপিএল গভর্নিং কাউন্সিলের। বিষয়টি ‘ক্রিকেট৯৭‘কে নিশ্চিত করেন বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান শেখ সোহেল।
তিনি বলেন, ‘আমাদের দর্শকরা বঞ্চিত হচ্ছে, তারাও আসলে চায় মাঠে বসে খেলা উপভোগ করতে। কিন্তু করোনা পরিস্থিতি আমলে নিয়ে আমরা বিপিএলে দর্শক অনুমোদন দিইনি। কিন্তু এবার চাচ্ছি প্লে-অফ, ফাইনালে দর্শক থাকুক।’
‘আমাদের দিক থেকে আমরা প্রস্তুত, অন্তত ৫০ শতাংশ দর্শক অনুমোদন দিতে চাই। শুধু সরকারের অনুমতি প্রয়োজন, আমরা সেদিকে তাকিয়ে আছি। অনুমতিটা পেলেই দর্শকদের জন্য অনুমোদন দিয়ে দিবো। আপনারাওতো জানেন কোভিড পরিস্থিতির কারণে কিছু নিয়ম কানুন মেনে চলতে হচ্ছে।’