

ফরচুন বরিশাল ওপেনার মুনিম শাহরিয়ারের ব্যাটিং দেখলে বোঝার উপায় থাকেনা কোনো বাংলাদেশী ব্যাটার খেলছে। পাওয়ার প্লেতে সাবলীলভাবে উইকেটের চারপাশে শট খেলে বাউন্ডারি আদায় করে নেওয়াতে মুগ্ধ হতে বাধ্য যে কেউই। মুনিম বলছেন এমন ব্যাটিং তার সহজাত, বাড়তি কিছু নয় বরং অনুশীলনে নিজেকে নিংড়ে দেন। দেশে-বিদেশে নির্দিষ্ট কারও অনুসারী নয় এই ব্যাটার। রোহিত শর্মা থেকে লোকেশ রাহুল, তামিম ইকবাল থেকে সৌম্য সরকার, এনামুল হক বিজয় সবারই ফ্যান মুনিম।
সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) টি-টোয়েন্টি সংস্করণে নজর কাড়েন মুনিম। আবাহনীর হয়ে ১৪৩.১৪ স্ট্রাইক রেটে ৩৫৫ রান করেন এই ব্যাটার। তবে এমন পারফরম্যান্সের পরও বিপিএল ড্রাফটে অবিক্রিত ছিলেন। পরে ফরচুন বরিশালের শ্রীলঙ্কান দানুশকা গুনাথিলাকা আসতে পারেননি বলে ড্রাফটের বাইরে থেকে দলে ভেড়ানো হয় মুনিমকে।
কিন্তু তবুও একাদশে জায়গা পাওয়ার অপেক্ষা শেষ হচ্ছিলো না। শুরুতে করোনা পজিটিভ হওয়া এবং পরে ফরচুন বরিশালের টিম কম্বিনেশনে এই ব্যাটারের জায়গা হচ্ছিলো না। ৭ম ম্যাচে এসে সুযোগ মিলেছে, হয়েছেন ব্যর্থ (১)। তবে পরের দুই ম্যাচেই দেখালেন ঝলক।
কুমিল্লা ভিক্তোরিয়ান্সের বিপক্ষে ২৫ বলে ৪৫ রানের পর গতকাল (৮ ফেব্রুয়ারি) সিলেট সানরাইজার্সের বিপক্ষে ২৮ বলে ৫১ রানের ঝলমলে ইনিংস।
নিজের কি পরিকল্পনা থাকে মাঠে, ম্যাচের আগেই বাড়তি কিছু করেন কীনা এমন প্রশ্নে সংবাদ সম্মেলনে মুনিম বলেন, ‘পাওয়ার প্লে কাজে লাগাতে আমি পছন্দ করি খুব, সে সময় আমার সুবিধা হয়। যে কারণে আমার স্ট্রাইক রেট বেশি থাকে। তো আমি চেষ্টা করি মেরে-মেরে খেলতে। এটাই আরকি, সহজ পরিকল্পনা।’
‘ভালো খেলার পেছনে অবশ্যই অনুশীলন খুব গুরুত্বপূর্ণ। কঠোর পরিশ্রম না করলে আপনি ফল পাবেন না। কিন্তু কঠিন পরিশ্রমও আপনাকে সাফল্যের নিশ্চয়তা দেবে না। তো আমি অনুশীলন করছি, আরও করা দরকার।’
মুনিমের ব্যাটিং দেখলে আপনার চোখে ভেসে উঠতে পারে সময়ের সেরা টি-টোয়েন্টি ব্যাটারদের ছবি। সেটা টেকনিকের জন্য না হলেও তার মানসিকতা, টি-টোয়েন্টিতে ব্যাটিং ধরণের কারণেই। মুনিম নিজে কি কাউকে অনুসরণ করেন?
তার সোজা উত্তর নির্দিষ্ট কেউ নয় সবারই ব্যাটিংয়ের ভক্ত তিনি, ‘আমি কাকে ফলো করি? ভারতীয় ব্যাটসম্যানদের আমার ভালো লাগে। লোকেশ রাহুল, রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, ইংল্যান্ডের স্যাম বিলিংস। তবে নির্দিষ্ট করে কাউকে ফলো করি না। আমি নিজের মতো করেই ব্যাটিংয়ের চেষ্টা করি।’
‘সবকিছু সিম্পল রাখার চেষ্টা করি। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তামিম ভাই, রিয়াদ ভাই, মুশফিক ভাইদের ব্যাটিং ভালো লাগে। বিজয় ভাই, সৌম্য ভাই সবার ব্যাটিংই ভালো লাগে। সবাইকেই ভালো লাগে, সবারই ফ্যান আমি।’