

দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্লেয়ার অব দ্য মান্থে মনোনয়ন পেলেন এবাদত হোসেন। জানুয়ারি মাসে অন ফিল্ডে অনবদ্য পারফরম্যান্স ও সেরা সব অর্জন দিয়ে এবাদত পুরুষ বিভাগের মনোনয়ন পেয়ে যান। এবার দৌড়ে আছেন সেরাদের সেরা হওয়ার। বিশ্বকাপ মাতানো দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের অলরাউন্ডার ডেওয়াল্ড ব্রেভিস আছেন এবাদতের সঙ্গে লড়াইয়ে।
২০২২ সালের জানুয়ারি মাসের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে আছে বাংলাদেশ টেস্ট দলের পেসার এবাদত হোসেন। এবাদত জানুয়ারি মাসে নিউজিল্যান্ড সফরে গিয়ে দুটি টেস্ট খেলেন। মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম ইনিংসে ১ উইকেট নেওয়া এবাদত দ্বিতীয় ইনিংসে নিলেন ৪৬ রানে ৬ উইকেট। ক্যারিয়ার সেরা বোলিং ফিগারে পুড়ে ছারখার করেছেন স্বাগতিকদের। ক্রাইস্টচার্চের দ্বিতীয় টেস্টে এবাদত শিকার করেন আরও দুই উইকেট। সবমিলিয়ে ৯ উইকেট দখলে নেওয়া পেসার এবাদত এবার আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের মনোনয়ন নিয়ে সেরা হওয়ার দৌড়ে।
এবাদত ছাড়াও পুরুষ বিভাগের মনোনয়ন তালিকায় রয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান কিগান পিটারসেন। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই তালিকায় জায়গা পেলেন দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের অলরাউন্ডার ডেওয়াল্ড ব্রেভিস। সদ্য শেষ হওয়া আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সর্বোচ্চ (৫০৬) রান সংগ্রাহক হয়ে জিতেন টুর্নামেন্ট সেরার পুরষ্কার। ৬ ম্যাচ খেলে তাঁর ঝুলিতে আছে ২ সেঞ্চুরি ও ৩টি অর্ধশত রানের ইনিংস। এছাড়া বল হাতেও শিকার করেন ৭ উইকেট।
নারী বিভাগের মনোনয়ন তালিকায় রয়েছেন- শ্রীলঙ্কান চামারি আথাপাত্থু, ওইয়েস্ট ইন্ডিজের ডেন্দ্রা ডট্টিন এবং ইংলিশ অধিনায়ক হেথার নাইট।
পুরুষ ও নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্সের বিচারে আইসিসি বেছে নেয় মাসের সেরা ক্রিকেটার। তিন ফরম্যাটই আসে বিবেচনায়।
আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ এর ভোটিং প্রসেসঃ
দুই ক্যাটাগরিতে (নারী ও পুরুষ) মনোনীতরা শর্টলিস্টেড হন এক মাসে অন ফিল্ডে তাদের পারফরম্যান্স ও মাসে তাদের অর্জন দিয়ে।
মনোনীতরা আইসিসির স্বাধীন ভোটিং অ্যাকাডেমি ও বিশ্বজুড়ে সমর্থকদের ভোট পান। সর্বোচ্চ ভোট পাওয়া ক্রিকেটার হন আইসিসি ক্রিকেটার অব দ্য মান্থ। ভোটিং অ্যাকাডেমি তাদের ভোট দেন ই-মেইলের মাধ্যমে, ভোটের ৯০ শতাংশ নির্ধারিত হয় তাদের ভোটের মাধ্যমে। বাকি ১০ শতাংশ থাকে সমর্থকদের আওতায়।
আইসিসি প্রতি মাসের দ্বিতীয় সোমবার বিজয়ীদের নাম ঘোষণা করে তাদের ডিজিটাল চ্যানেলে।