

জেসন রয়ের মহাকাব্যিক সেঞ্চুরিতে রোমাঞ্চকর জয় পেয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। রান বন্যার ম্যাচে লাহোর কালান্দার্সকে তারা হারিয়েছে ৭ উইকেটের ব্যবধানে।
লাহোরের ছুঁড়ে দেওয়া ২০৫ রানের পাহাড়সম টার্গেটে খেলতে নেমে কোয়েটাকে বিন্দুমাত্র নিরাশ করেননি রয়। ওপেনিংয়ে নেমে একের পর এক দৃষ্টিনন্দন বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নিতে থাকেন। উদ্বোধনী জুটিতে আসে ৭১ রান, যেখানে আহসান আলির অবদান মাত্র ৭ রান।
২য় উইকেটে জেমস ভিন্সের সাথে ৯৬ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি অবস্থানে নিয়ে আউট হয়ে যান। মাত্র ৫৭ বলে ১১ চার ও ৮টি বিশাল ছক্কায় ১১৬ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি, যা তাকে স্বীকৃতি দিয়েছে ম্যাচ সেরার পুরস্কার।
He came, he saw, he conquered. #HBLPSL7 l #LevelHai l #QGvLQ pic.twitter.com/8anIjPDqMb
— PakistanSuperLeague (@thePSLt20) February 7, 2022
এরপর ইফতিখার আহমেদ দ্রুত ফিরে গেলেও ভিন্স ও মোহাম্মদ নেওয়াজের কল্যাণে বাকি পথটুকু পাড়ি দিতে বেগ পেতে হয়নি কোয়েটার। ২ বল বাকি থাকতে জয় পেয়ে যায় তারা। ভিন্স ৪৯ এবং নেওয়াজ ২৫ রানে অপরাজিত থাকেন।
লাহোরের হারিস রউফ, কামরান গুলাম ও ডেভিড ভিসা ১টি করে উইকেট পান।
এর আগে লাহোর ব্যাটিংয়ে নেমে ফখর জামান ও হ্যারি ব্রুকের নানন্দিক ব্যাটিংয়ে ২০৪ রানের বড় স্কোর গড়ে। ফখর ৪৫ বলে ৩টি করে চার ও ছয়ের সাহায্যে ৭০ রান করেন। ব্রুক মাত্র ১৭ বলে ৪ চার ও ২ ছয়ে ৪১ রান অপরাজিত থাকেন।
কোয়েটার পক্ষে গুলাম মুদাসসর ২টি উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোরঃ
লাহোর কালান্দার্সঃ ২০৪/৫ (২০), ফখর ৭০, শফিক ৩২, গুলাম ১৯, হাফিজ ৮, সল্ট ৮, ব্রুক ৪১*, ভিসা ২২*; উড ৪-০-৪৫-১, মুদাসসর ৪-০-৪৩-২, ইফতিখার ১-০-১০-১
কোয়েটা গ্ল্যাডিয়েটর্সঃ ২০৭/৩ (১৯.৪), রয় ১১৬, আহসান ৭, ভিন্স ৪৯*, ইফতিখার ৩, নেওয়াজ ২৫*; রউফ ৪-০-৪৮-১, গুলাম ২-০-১৫-১, ভিসা ২-০-২৬-১
ফলাফলঃ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ৭ উইকেটে জয়ী
ম্যাচ সেরাঃ জেসন রয় (কোয়েটা গ্ল্যাডিয়েটর্স)