

প্রথম কোন দল হিসাবে ওয়ানডেতে ১০০০ ম্যাচ খেলার নজির গড়ল ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমেই ইতিহাস গড়ল রোহিত শর্মার দল।
১৯৭৪ সাল থেকে ওয়ানডে খেলা শুরু করা ভারত আজকের আগে ৯৯৯ ওয়ানডেতে জয় পেয়েছে ৫১৮ টি ম্যাচে, হেরেছে ৪৩১ টিতে, টাই হয়েছে ৯ টি ম্যাচ, ফল আসেনি ৪১ টিতে।
#TeamIndia first played an ODI in 1974 & today we’ve reached a momentous occasion of 1000th ODI.👏👏
Captain @ImRo45, @imVkohli & Head Coach Rahul Dravid share their thoughts on the landmark. 👍- By @Moulinparikh
Watch the special feature 🎥 🔽 #INDvWIhttps://t.co/Gb7gN9xrOP pic.twitter.com/d4lkvJ5EHb
— BCCI (@BCCI) February 6, 2022
India are set to become the first team to play 1000 ODIs when they take on West Indies today.
With the fifth U19 World Cup secured, they should be in safe hands for a thousand more! 🙌 pic.twitter.com/r11YkA9zLx
— ICC (@ICC) February 6, 2022
ভারতের পর সবচেয়ে বেশি ওয়ানডে খেলা দল অস্ট্রেলিয়া। ১৯৭১ সাল থেকে এখন অব্দি ৯৫৮ টি ম্যাচ খেলেছে অজিরা। এছাড়া ৯০০ এর বেশি ওয়ানডে খেলেছে কেবল পাকিস্তান (৯৩৬)।
সবচেয়ে বেশি ওয়ানডে খেলা দল-
ভারত (১৯৭৪-২০২২)- ১০০০
অস্ট্রেলিয়া (১৯৭১-২০২১)- ৯৫৮
পাকিস্তান (১৯৭৩-২০২১)- ৯৩৬
শ্রীলঙ্কা (১৯৭৫-২০২২)- ৮৭০
ওয়েস্ট ইন্ডিজ (১৯৭৩-২০২২)- ৮৩৫
নিউজিল্যান্ড (১৯৭৩-২০২১)- ৭৭৫
ইংল্যান্ড (১৯৭১-২০২১)- ৭৬১
দক্ষিণ আফ্রিকা (১৯৯১-২০২২)- ৬৩৮
জিম্বাবুয়ে (১৯৮৩-২০২২)- ৫৪১
বাংলাদেশ (১৯৮৬-২০২১)- ৩৮৮।