

বাংলাদেশের জামাই মইন আলি এবার বিপিএল খেলতে শ্বশুরবাড়ির মাঠে এসেছেন! মইনের স্ত্রী ফিরোজা হোসেনের পরিবারের আদি নিবাস ছিল সিলেট। তবে এর আগে বাংলাদেশে বেশ কয়েকবার আসলেও সিলেটে আসা হয়নি; এই প্রথম সিলেট শহরে আসা মইন আলির। উচ্ছ্বসিত মইন জানালেন সিলেটি ভাষা শেখার আগ্রহ আছে তাঁর।
বাংলাদেশি জামাই হলেও দ্বিতীয় বাড়ির খেতাব বাংলাদেশকে দিতে নারাজ মইন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানি বংশোদ্ভূত এই ইংলিশ অলরাউন্ডার বলেন,
‘বাংলাদেশও বাড়ি, পাকিস্তান-ইংল্যান্ড সবই আমার ঘর। সব আমার চোখে এক। আমার সব ইন-লজরা এখানে। অনেক শ্রদ্ধা আছে আমার। সিলেটে আমার এবারই প্রথম। ওরা আমাকে সবসময় বলত, ‘চলো সিলেটে যাই।’ কিন্তু সময় হয়ে ওঠেনি। এবার আসতে পেরে ভালো লাগছে। হতাশাজনক যে বাইরে যেতে পারছি না। তবে এখানে এসে আমার ভালো লাগছে। আমার পরিবার এখানকার। খুবই খুশি।’
সিলেটি ভাষা শেখার আগ্রহ আছে মইন আলির, শিখতে চেষ্টা করেছেন আরও বেশ কিছু শব্দ।
‘কয়েকটি সিলেটি শব্দ জানি আমি, এই তো। সত্যি বলতে, আরও বেশি জানতে পারলে ভালো লাগত। চেষ্টা করব আরও শিখতে। এখন হোটেলে লোকেরা আমার সঙ্গে সিলেটি কথা বলছে। চেষ্টা করছি শিখতে।’
মইন আলির স্ত্রী ফিরোজা হোসেন বাংলাদেশি বংশোদ্ভূত। তবে এবার বাংলাদেশ সফরে মইন অবশ্যই একা নয়, স্ত্রীকেও সাথে করে নিয়ে আসেন তিনি। তারঁ শ্বশুরবাড়ির লোকজন দুই-একদিনের মধ্যে সিলেটে আসবে,
‘পরিবারের অনেকেই এসেছে। আমার স্ত্রী এখানে। তার বোন, ভাই সবাই ঢাকায় আছে। দিন দুয়েকের মধ্যে সিলেটে আসবে ওরা।’