

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্নায়ুক্ষয়ী ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে পঞ্চম বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। ৪ উইকেটে তারা হারাল ইংলিশ যুবাদের। জয়ের জন্য ১৯০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে ৪৭.৪ ওভারেই ৬ উইকেটের বিনিময়ে ১৯৫ রান তুলে ম্যাচ জিতে যায় ভারত।
এই নিয়ে রেকর্ড পাঁচবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতল ভারত। গতবার ফাইনালে উঠেও বাংলাদেশের কাছে হারতে হয়েছিল প্রিয়ম গার্গের দলকে। এবার ভারতীয় যুবারা ঘুচিয়েছে সেই আক্ষেপ।
অ্যান্টিগার নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের অধিনায়ক টম প্রিস্ট। ব্যাটিং নিলেও তা কাজে লাগাতে পারলেন না ইংলিশ ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ৪৪. ৫ ওভারে ১৮৯ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। পাঁচ উইকেট শিকার করলেন ভারতের পেসার রাজ বাওয়া। ৪ উইকেট পান রবি কুমার।
স্কোরবোর্ডে ৯১ রান তুলতে ৭ উইকেট হারালেও হাল ছাড়েননি চারে ব্যাট করতে নামা জেমস রিউ। জেমস সেলসকে সঙ্গে নিয়ে অষ্ঠম উইকেটে যোগ করেন ৯৩ রান যোগ করলেন। চাপের মুখে পালটা আক্রমণ চালিয়ে এই তরুণের ব্যাট থেকে এল ৯৫ রান। ফলে মেগা ফাইনালে ভারতের সামনে টার্গেট দাঁড়াল ১৯০ রান।
শুরুতেই ধাক্কা খেল ভারত। দ্বিতীয় বলেই ওপেনার অংকৃষকে ফেরালেন জশুয়া বয়ডেন। ২১ রান করে সাজঘরে ফিরলেন আরেক ওপেনার হর্নর সিং। হাফসেঞ্চুরির পরই সাজঘরে ফিরলেন শেখ রশিদ। তৃতীয় উইকেট হারাল ভারত। ব্যক্তিগত ১৭ রানে সাজঘরে ফিরলেন অধিনায়ক যশ ধুল।
নিশান্ত সিন্ধু ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৪ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। ৪৮তম ওভারে সেলসের তৃতীয় ও চতুর্থ বলে পরপর দু’টি ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন উইকেটকিপার দিনেশ বানা।