

জামান খানের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে দারুণ জয় পেয়েছে লাহোর কালান্দার্স। ইসলামাবাদ ইউনাইটেডকে তারা হারিয়েছে ৮ রানের ব্যবধানে। বিফলে যায় অধিনায়ক শাদাব খানের অলরাউন্ড নৈপুণ্য।
টসে হেরে প্রথমে ব্যাটিং পেয়ে শুরুটা দারুণ করেছিল লাহোর। ফখর জামান ও আবদুল্লাহ শফিকের মধ্যকার উদ্বোধনী জুটিতে ৮৩ রান আসে। শফিক সর্বোচ্চ ৪৪ এবং ফখর ৩৮ রান করেন।
১৫ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ধুকতে থাকে লাহোর। সেখান থেকে হ্যারি ব্রুকের ৩৭ ও ডেভিড ভিসার ২০ রানের কল্যাণে ৯ উইকেটে ১৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়তে সমর্থ হয় লাহোর।
ইসলামাবাদের পক্ষে শাদাব খান ও ওয়াকাস মাকসুদ ৪টি করে উইকেট পান।
১৭৫ রানের টার্গেটে খেলতে নেমে পাওয়ারপ্লেতে দুই ওপেনার অ্যালেক্স হেলস ও পল স্টার্লিংকে হারায় ইসলামাবাদ। ৩য় উইকেটে কলিন মুনরো (৬০) এবং শাদাবের (৫২) মধ্যকার ১০০ রানের জুটিতে জয়ের নিকটে চলে আসে তারা।
শেষ ওভারে ইসলামাবাদের প্রয়োজন ছিল ১২ রান, হাতে ছিল ৬ উইকেট। জামান খান অসাধারণ বোলিং করে মাত্র ৩ রান দিলে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পায় লাহোর।
Blessing your feed with the @ZamanKhanPak last over for @lahoreqalandars. 🙌🏼 #HBLPSL7 l #LevelHai l #IUvLQ pic.twitter.com/LfZLQ38Vpx
— PakistanSuperLeague (@thePSLt20) February 5, 2022
লাহোরের পক্ষে হারিস রউফ দুই উইকেট পান।
৪ ওভার বোলিং করে ২৯ রানে মাত্র ১ উইকেট পেলেও শেষ ওভারে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে দলকে জয়ে এনে দেওয়ায় ম্যাচ সেরার পুরস্কার পান জামান খান।
সংক্ষিপ্ত স্কোরঃ
লাহোর কালান্দার্সঃ ১৭৪/৯ (২০), ফখর ৩৮, শফিক ৪৪, গুলাম ১, হাফিজ ৫, সল্ট ২, ব্রুকস ৩৭, ভিসা ২০, রাশিদ ১৫*, শাহীন আফ্রিদি ৪, রউফ ০, জামান ০*; ওয়াকাস ৪-০-৩৫-৪, শাদাব ৪-০-২০-৪, মুবাসির ৪-০-১৯-১
ইসলামাবাদ ইউনাইটেডঃ ১৬৬/৫ (২০), স্টার্লিং ১৪, হেলস ১১, মুনরো ৬০, শাদাব ৫২, আজম ১০*, আসিফ ১৪, ফাহিম ০*; শাহীন আফ্রিদি ৪-০-২৪-১, জামান ৪-০-২৯-১, রউফ ৪-০-৪১-২, রাশিদ ৪-০-২১-১
ফলাফলঃ লাহোর কালান্দার্স ৮ রানে জয়ী
ম্যাচ সেরাঃ জামান খান (লাহোর কালান্দার্স)।