

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে এবারের যুব বিশ্বকাপে যাওয়া বাংলাদেশ দেশে ফিরছে ৮ম স্থানে থেকে। এ নিয়ে সংবাদ মাধ্যমে বেশ সমালোচনা হচ্ছে। তবে এমন কিছু একদমই পছন্দ হয়নি যুবাদের ফিটনেস ট্রেনার রিচার্ড স্টনিয়ারের। বাংলাদেশের মানুষকে বলেছেন নির্বোধ।
এদিকে বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটের প্রধান ওবেদ রশীদ নিজাম বলছেন শিরোপা ঘরে তোলার কাজটা বারবার করতে চান তারা। এবার ব্যর্থ হলেও ভবিষ্যতে আবারও শিরোপা জিততে প্রয়োজনে কোনো জায়গায় সংশোধন আনতে হলেও আনবেন।
এবারের বিশ্বকাপে যে বাংলাদেশ যুব দল খুব বেশি দূর যেতে পারবেনা তা আগেই ধারণা করা গিয়েছে। কিন্তু ৮ম স্থান নিয়ে ফিরবে এমনটা অপ্রত্যাশিত ছিলো।
আর এতে সমালোচনা হচ্ছে, কিন্তু সেটাই নিতে নারাজ স্টনিয়ার। আগেরবার যুব বিশ্বকাপ জয়ে যার ছিলো দারুণ অবদান। ক্রিকেটারদের মানসিকতা বদল ও ফিটনেস ইস্যুতে তৎপর হওয়া তার অধীনেই।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে এক ভিডিওতে এবারের পারফরম্যান্স ও সংবাদমাধ্যমের কাজ নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ তোমরা নির্বোধ। মিডিয়া যেসব জিনিস নিয়ে কথা বলছে, তারা কিছুই জানে না। আমি জানি না তোমাদের আবার কেন সময় দিচ্ছি, কিন্তু দিচ্ছি। আমরা হেরেছি, আমরা ভালো খেলিনি, এটা স্পষ্ট। কিন্তু সাতে শেষ করেছি আটে শেষ করেছি, এগুলো জঘণ্য।’
‘২০২০ সালে যখন বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছি তখন তো তোমাদের এত আলোচনা ছিল না। ছেলেদের একটু বিরতি দাও! তারা ঘুরে দাঁড়াবে তো। ৬ মাস ধরে ছেলেরা জৈব সুরক্ষা বলয়ে আছে। আমার সাথে কোনো মিডিয়া যোগাযোগ করবে না।’
এদিকে ব্যর্থতার ব্যাখ্যা ও ভবিষ্যত ভাবনা নিয়ে আজ (৫ ফেব্রুয়ারি) মিরপুরে সাংবাদিকদের ওবেদ রশীদ নিজাম বলেন, ‘দেখেন আমাদের দেশে তো আমরা একটা মহামারীর কারণে পিছিয়ে গিয়েছিলাম। বয়সভিত্তিক যে সব টুর্নামেন্ট হয়, গত বছর সেগুলো হতে পারেনি।’
‘আমার মনে হয় আমরা ভালো করতে পারবো। আমরা কিন্তু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছি। আমরা করে দেখিয়েছি। আমরা সেটি পুনরুদ্ধার করতে পারব না এমন কোনো কথা নয়। অবশ্যই করতে পারবো। যদি কোনো জায়গায় সংশোধনের দরকার হয়, সেটি আমরা করবো।’