

এবারের পিএসএলে ৪ ম্যাচের সবকটিতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে আছে করাচি কিংস। তাদের এ সংকটের মধ্যে এবার যুক্ত হয়েছে দুই পেসার মোহাম্মদ আমির ও মোহাম্মদ ইলিয়াসের সরে যাওয়া। ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তারা।
সাইড স্ট্রেইন ইনজুরির পাশাপাশি পিঠের ইনজুরিতেও ভুগছেন আমির। বর্তমানে পূনর্বাসন প্রক্রিয়ায় থাকলেও টুর্নামেন্টে এবার তার খেলা হচ্ছে না।
আমিরের পাশাপাশি ইলিয়াসও ইনজুরির দরুন টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলতে পারবে না বলে করাচি কিংস এক বিবৃতিতে জানায়।
‘আমির সবসময় রাজার মতই আছে। পুরো ফিটনেস সে যাতে ফিরে যায়, সেজন্য দলের সবাই তার প্রতি শুভকামনা জানিয়েছে। দ্রুতই সে তার পরিবারের কাছে ফিরে যাবে,’ বিবৃতিতে বলা হয়েছে।
‘এমআরআই রিপোর্টে ইলিয়াসের দুঃসংবাদ পেয়েছি আমরা এবং তাকে আগামী ৬ সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে বলা হয়েছে। আজ সন্ধ্যায় পেশোয়ারে সে তার নিজের ঘরে চলে যাবে,’ বিবৃতিতে আরও জানা যায়।
‘পুরো করাচি কিংস পরিবার ইলিয়াসের পারফরম্যান্সে সন্তুষ্ট। দল তার পাশে আছে এবং তার দ্রুত আরোগ্য লাভের জন্য সবাই শুভকামনা জানিয়েছে।’
আমির ও ইলিয়াসের পরিবর্তে কাদের নিযুক্ত করা হবে, তা এখনও জানা যায়নি।