ঘরে খেলার রোমাঞ্চে বুঁদ হয়ে আছেন রাজা

ঘরে খেলার রোমাঞ্চে বুঁদ হয়ে আছেন রাজা
Vinkmag ad

ঢাকা, চট্টগ্রাম হয়ে বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ফিরেছে সিলেটে। এবারের বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়েই খেলছেন কয়েকজন সিলেটের ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজি ভিন্ন হলেও সিলেটকে নিজেদের ঘরের মাঠ হিসেবেই দেখছেন তারা। পেসার রেজাউর রহমান রাজার তো ঘরে খেলার রোমাঞ্চে বুঁদ হয়ে আছেন।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে রাজা ছাড়াও সিলেটের আছেন নাসুম আহমেদ, এনামুল হক জুনিয়র, জাকির হাসানরা। যারা জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) সিলেট বিভাগের হয়েই খেলেন।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের পাশেই বাড়ি নাসুম আহমেদ ও রেজাউর রহমান রাজার। যে কারণে রাজার মনে আনন্দের ঢেউ খেলে যাচ্ছে বিপিএল সিলেটে ফিরতেই। এখনো পর্যন্ত ৪ ম্যাচ খেলে এবারের বিপিএলে রাজার শিকার মাত্র ২ উইকেট। ঢাকায় দ্বিতীয় পর্বে মেলেনি একাদশেও সুযোগ।

তবে ঘরের মাঠ বলে সিলেটে সুযোগ আসলেও আসতে পারে। সিলেটে চট্টগ্রামে চ্যালেঞ্জার্সের ম্যাচ মাত্র একটি, ৮ ফেব্রুয়ারি তারা মুখোমুখি হবে মিনিস্টার ঢাকার। তার আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২ এ আজ অনুশীলন করে দলটি।

অনুশীলন শেষে এক ভিডিও বার্তায় রাজা নিজের হোম গ্রাউন্ড নিয়ে বলেন, ‘অবশ্যই হোম গ্রাউন্ডে খেলা, সবারই একটা সুবিধা থাকে, মাঠ সম্পর্কে একটা ধারণা আছে। ইন শা আল্লাহ সুযোগ পেলে চেষ্টা করবো ভালো করার। যদিও আবহাওয়াটা একটু ঠান্ডা তবুও আমরা আজকের অনুশীলনটা উপভোগ করেছি। যেহেতু আমাদের হোম গ্রাউন্ড, মাঠ সম্পর্কে, উইকেট সম্পর্কে ভালো ধারণা আছে, ঐ সুবিধাটাই নেওয়ার চেষ্টা করবো।’

‘বুস্ট আপ বলতে চেষ্টা করি যে মাঠেই খেলার সুযোগ পাই ভালো করার জন্য। তারপরেও যেহেতু হোমগ্রাউন্ডে খেলা এটা একটা সুবিধা মনে করি আমাদের নিজেদের জন্য। যারা আমরা…মাঠটা পরিচিত। চেষ্টা করবো এই সুবিধাটা যেনো নেওয়া যায় আরকি।’

‘হোম বলতে আমার বাড়িটাও পাশে, মনে হচ্ছে আমাদের ঘরে খেলতাছি। অনুভূতিটাই অন্যরকম। তার উপর দলে আমরা ৫-৬ জন দলে আছি, নিজের বিভাগীয় দলে খেলা। অনুভূতিটাই আলাদা, ভালো কাজ করতেছে।’

এদিকে ৮ ম্যাচে মাত্র ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যেখানে থেকে প্লে-অফ খেলতে বেশ কঠিন সমীকরণে যেতে হতে পারে দলটিকে। অন্তত আগাম ২ ম্যাচে জিতে নিজেদের কাজটা সেরে রাখতে হবে।

এ ক্ষেত্রে রাজা বলছেন দলের পরিকল্পনা ম্যাচ বাই ম্যাচ এগোনো, ‘আমাদের যেহেতু দুইটা ম্যাচ আছে, ম্যাচ বাই ম্যাচ যদি আগাইতে পারি তাহলে ভালো হবে। নেক্সট ম্যাচে আমরা ফোকাস করছি। ম্যাচটা যেনো জিততে পারি সেই চেষ্টা করতেছি আমরা।’

৯৭ প্রতিবেদক

Read Previous

বোর্ডকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে অনুতপ্ত মিরাজ-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

Read Next

টাকা নিয়ে দল পাইয়ে দেওয়ার অভিযোগ, বিসিবিতে আসার আগে আক্রমণ

Total
1
Share