
ছবি কৃতজ্ঞতা- প্রথম আলো

আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ শেহজাদ এবারের বিপিএলে খেলছেন মিনিস্টার ঢাকার পক্ষে। খেলার কারণে নয়, বরং খেলার মাঠে নিয়ম ভঙ্গ করে খবরে এসেছেন মোহাম্মদ শেহজাদ, পেয়েছেন শাস্তিও।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিসিবি’র (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) কোড অব কন্ডাক্ট ভাঙেন শেহজাদ। মাঠের মধ্যে ধুমপান করতে দেখা যায় তাকে। যা বিসিবির কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ ২.২০ পরিপন্থী।
কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ ২.২০ এ বলা আছে কোন ক্রিকেটার খেলার মাঠে এমন কিছু করতে পারবেন না যা ক্রিকেটের স্পিরিট পরিপন্থী।
লেভেল ১ এর কোড অব কন্ডাক্ট ভঙ্গ করে বিসিবির কাছ থেকে আনুষ্ঠানিক ভর্ৎসনা পেয়েছেন শেহজাদ। সাথে শেহজাদের ডিসিপ্লিনারি রেকর্ডে যোগ হয়েছে ১ ডিমেরিট পয়েন্ট। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে বিসিবি।
ঘটনাটি ঘটে মিনিস্টার ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার খেলা যখন বৃষ্টির জন্য শুরু হতে বিলম্ব হচ্ছিল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবশ্য শেষমেশ খেলা মাঠেই গড়ায়নি, দুই দল ভাগ করে নিয়েছে পয়েন্ট।
মোহাম্মদ শেহজাদ নিজের অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। যেকারণে এই ইস্যুতে কোন শুনানির দরকার পড়েনি।
অনফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ ও মাহফুজুর রহমান, তৃতীয় আম্পায়ার গাজী সোহেল ও চতুর্থ আম্পায়ার মোজাহিদ স্বপন শেহজাদের ওপর অভিযোগ আনেন। যা আমলে নিয়ে শাস্তি দেন ম্যাচ রেফারি।
লেভেল ১ এর কোড অব কন্ডাক্ট ভঙ্গ করার সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক ভর্ৎসনা, সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফি’র ৫০ শতাংসগ জরিমানা সাথে ১ বা ২ ডিমেরিট পয়েন্ট।