

ইংল্যান্ড ক্রিকেটে লেগেছে পদত্যাগের হিড়িক। ইংল্যান্ড পুরুষ দলের ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে জাইলসের পর পদত্যাগ করেছেন প্রধান কোচ ক্রিস সিলভারউডও। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করে ইসিবি (দ্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড)।
মূলত অস্ট্রেলিয়ায় অ্যাশেজ ব্যর্থতার দায় মাথায় নিয়েই দায়িত্ব ছাড়লেন সিলভারউড। অজিদের বিপক্ষে ৪-০ ব্যবধানে হারার পর থেকেই সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছিলেন তিনি।
Chris Silverwood has left his role as England Men’s Head Coach.
We wish him all the best for the future.
— England Cricket (@englandcricket) February 3, 2022
দায়িত্ব ছাড়ার সময়ে ক্রিস সিলভারউড বলেন, ‘ইংল্যান্ডের প্রধান কোচ হওয়া দারুণ সম্মানের। আমাদের ক্রিকেটার ও স্টাফদের সঙ্গে কাজ করে আমি যারপরনাই গর্বিত।’
‘গেল দুই বছর বেশ ডিমান্ডিং ছিল। আমি বেশ উপভোগ করেছি রুটি (টেস্ট অধিনায়ক জো রুট) ও মরগসের (সাদা বলের ক্রিকেটে অধিনায়ক এউইন মরগান) সঙ্গে। চ্যালেঞ্জ বিবেচনায় আনলে আমি এই গ্রুপটার জন্য বেশ গর্বিত।’
🙋🏼♂️ https://t.co/Fm4LZSfHVW
— Andrew Flintoff (@flintoff11) February 4, 2022