

দ্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নিশ্চিত করেছে যে অ্যাশলে জাইলস ইংল্যান্ড পুরুষ দলের ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে সরে দাড়াচ্ছেন।
অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-০ ব্যবধানে হারার পর থেকেই অ্যাশলে জাইলস সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছিলেন। ধারণা করা হচ্ছে এই দায় নিয়েই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
Ashley Giles stands down as Managing Director, England Men’s Cricket
— England Cricket (@englandcricket) February 2, 2022
ইংল্যান্ড পুরুষ দলের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে ৩ বছর কাজ করেছেন জাইলস। এই সময়েই ইংল্যান্ড ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছে। এই মুহূর্তে ইংল্যান্ড টি-টোয়েন্টিতে শীর্ষ দল, ওয়ানডেতে দুই নম্বরে ও টেস্টে ৪ নম্বরে।
অ্যান্ড্রু স্ট্রস অন্তর্বর্তীকালের জন্য এই দায়িত্ব সামলানোর জন্য রাজি হয়েছেন। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই কাজ চালাবেন স্ট্রস, যতদিন না পূর্ণকালীন বিকল্প পাওয়া যায়।
ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন জানান, ‘আমি অ্যাশলে জাইলসের ওপর যারপরনাই কৃতজ্ঞ তার ইংল্যান্ড ক্রিকেটের প্রতি কমিটমেন্ট ও কন্ট্রিবিউশনের জন্য। গেল ৩ বছর তিনি এই দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। তার নেতৃত্ব দেবার সময়ে দল বেশ কিছু অর্জন করেছে, বিশেষ করে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ।’
গেল কয়েক বছরকে চ্যালেঞ্জিং উল্লেখ করে জাইলস জানান চ্যালেঞ্জিং সময়ে যা করেছেন তাতে গর্বিত তিনি। দলকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানান তিনি।