

ফখর জামানের দাপুটে ব্যাটিং ও জামান খানের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় পেয়েছে লাহোর কালান্দার্স। পেশোয়ার জালমিকে তারা হারিয়েছে ২৯ রানের ব্যবধানে। এ জয়ের ফলে ৪ পয়েন্ট পেয়ে ২য় অবস্থানে উঠে গেছে লাহোর। অন্যদিকে পেশোয়ার ২ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে আছে।
প্রথমে ব্যাটিংয়ে নেমে লাহোরকে দুর্দান্ত সূচনা এনে দেন ফখর ও আরেক ওপেনার আবদুল্লাহ শফিক। ৯৪ রানের উদ্বোধনী জুটিতে শফিকের অবদান ৪১ রান। শফিক হাফ সেঞ্চুরি না পেলেও ফখর ঠিকই আদায় করে নেন। ৩৮ বলে ৬ চার ও ৩ ছয়ে দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করে আউট হন। শেষদিকে দুই অপরাজিত ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজের ১৯ বলে ৩৭ ও রাশিদ খানের ৮ বলে ২২ রানের আক্রমণাত্মক ইনিংসের সুবাদে ১৯৯ রানের বড় স্কোর গড়ে লাহোর।
Fantastic Fakhar’s streak continues! #HBLPSL7 l #LevelHai l #PZvLQ pic.twitter.com/IiGn31oOeu
— PakistanSuperLeague (@thePSLt20) February 2, 2022
পেশোয়ারের পক্ষে সালমান ইরশাদ ২টি উইকেট নেন।
২০০ রানের লক্ষ্যে খেলতে নেমে পেশোয়ার ১ম ওভারেই হযরতউল্লাহ জাজাইকে শুন্য রানে হারিয়ে বসে। তবে ২য় উইকেটে কামরান আকমল ও হুসাইন তালাত ৬২ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন। পরপর ২ বলে এ দুইজন বিদায় নেন। আকমল ৪১ রান করেন।
এরপর হায়দার আলি (৪৯) একা হাতে লড়ে গেলেও যোগ্য সঙ্গীর অভাবে দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি। অন্যদিকে লাহোর একের পর এক ক্যাচ মিস করেও বোলারদের চমৎকার বোলিংয়ের কল্যাণে জয় নিয়ে বেগ পেতে হয়নি। শেষ ওভারে ডেভিড ভিসা হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান। হ্যাটট্রিক বলটিতে রিভিউ নিয়ে বেঁচে যান ইরশাদ। পেশোয়ারের ইনিংস শেষ পর্যন্ত ১৭০ রানে থামে।
লাহোরের পক্ষে জামান খান ৩টি এবং অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি ও ডেভিড ভিসা ২টি করে উইকেট পান।
অসাধারণ বোলিংয়ের জন্য ম্যাচ সেরার পুরস্কার পান জামান খান।
সংক্ষিপ্ত স্কোরঃ
লাহোর কালান্দার্সঃ ১৯৯/৪ (২০), শফিক ৪১, ফখর ৬৬, গুলাম ৩০, হাফিজ ৩৭*, ভিসা ০, রাশিদ ২২*; ইরশাদ ৪-০-৪৭-২, কাদির ৪-০-৪৩-১, তালাত ৩-০-১৯-১
পেশোয়ার জালমিঃ ১৭০/৯ (২০), জাজাই ০, আকমল ৪১, তালাত ১৫, হায়দার ৪৯, শোয়েব ৭, রাদারফোর্ড ২১, কাটিং ১০, রিয়াজ ০, কাদির ৭*, আরিশ ০, ইরশাদ ১*; শাহীন আফ্রিদি ৪-০-১৯-২, জামান খান ৪-০-৩২-৩, রাশিদ ৪-০-৩৮-১, ভিসা ২-০-১১-২
ফলাফলঃ লাহোর কালান্দার্স ২৯ রানে জয়ী
ম্যাচ সেরাঃ জামান খান (লাহোর কালান্দার্স)।