

ক্রিকেটে বর্ণবাদের অবসানের ক্যাম্পেইন চলছে ইংল্যান্ডের বিভিন্ন শহরে। ক্যাপিটাল কিডস ক্রিকেট গত ২৮ জানুয়ারি ‘বোল আউট রেসিজম’ ক্যাম্পেইন শুরু করে লর্ডসের এমসিসি একাডেমি থেকে। যেই ক্যাম্পেইনে আইসিসি বিশ্বকাপের ট্রফি প্রদর্শিত হচ্ছে।
ক্যাপিটাল কিডস ক্রিকেট এই ক্যাম্পেইনে কাজ করছে ইসিবি, লন্ডনের মেয়র, এমসিসি, কাউন্টি ক্রিকেট ক্লাবস ও ইংল্যান্ডের ক্রিকেট সংশ্লিষ্টদের সাথে।
এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য তৃণমূল পর্যায় থেকে পেশাদার পর্যায় অব্দি বর্ণবাদ নিয়ে সবাইকে সচেতন করা ও শিক্ষা দেওয়া।
গত শনিবার লন্ডনে সেভেন কিংস পার্কে ট্রফি আনা হয়। যেখানে বিসিএসএ (বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন) ইউকে’র সদস্যরা মাঠে এসে ট্রফির সাথে ছবি তোলেন এবং ক্যাম্পেইনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।
২০১৯ এর বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের এউইন মরগানের হাতে যাওয়া ট্রফিটি সামনে পেয়ে ক্রিকেট প্রেমীরা আনন্দে মেতে ওঠেন।
এই ক্যাম্পেইনে যোগ দেন বিসিএসএ ইউকে’র সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক জাওয়ার আলি, ক্যাপিটাল কিডসের প্রধান নির্বাহী শহিদুল আলম রতন, সাংবাদিক রওশন আলম, বিসিবি মেম্বার সেক্রেটারি (গেম ডেভেলপমেন্ট) ওমর হোসেন, প্রমুখ।