

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সিরিজেও দলে ফিরছেন না কেন উইলিয়ামসন। তাঁর অনুপস্থিতিতে আসন্ন টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের নেতৃত্ব দেবেন টম লাথাম।
কনুইয়ের চোট দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে নিউজিল্যান্ড দলের অধিনায়ককে। গত আইপিএল থেকে এই চোট নিয়ে ভুগছেন তিনি। এরপর খেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত সিরিজে যেয়ে এক টেস্ট খেলেই টি-টোয়েন্টি সিরিজে নেন বিশ্রাম।
নতুন বছরের শুরুতেই ঘরের মাঠে বাংলাদেশ বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড দলের কোচ গ্যারি স্টিড তখন আশার বাণী শুনিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই মাঠে ফিরবেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। কিন্তু এবারও যে আগের বিপত্তি; এখনই মাঠে ফেরা হচ্ছে না উইলিয়ামসনের।
উইলিয়ামসনকে নিয়ে কোন ঝুঁকি নিতে চায়না ক্রিকেট নিউজিল্যান্ড। তাই ফের টম লাথামের নেতৃতে মাঠে নামবে নিউজিল্যান্ড দল।
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এর অংশ নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজের দু’টি টেস্ট। কোভিড-১৯ ও বায়ো-বাবল ইস্যুতে ক্রাইস্টচার্চের হেগলি ওভালে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। ১৭ই ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। আর দ্বিতীয়টি মাঠে গড়াবে ২৫শে ফেব্রুয়ারি।