

ক্রিকেটাঙ্গনে করোনা ভাইরাসের হানা চলছেই। এবার আক্রান্ত হয়েছেন প্রোটিয়া ব্যাটসম্যান কিগান পিটারসেন। আর তাতেই ছিটকে গেলেন আসন্ন নিউজিল্যান্ড সফরের টেস্ট স্কোয়াড থেকে। পিটারসেনের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার দলে অন্তর্ভুক্ত করা হয়েছে জুবায়ের হামজাকে।
দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা টেস্ট দলকে আতিথ্য দেবে নিউজিল্যান্ড। যাত্রা শুরুর ঠিক আগের কোভিড-১৯ পজিটিভ হলেন ব্যাটসম্যান কিগান পিটারসেন। ফলে তাঁকে স্কোয়াডের বাহিরে রেখে নতুন করে যুক্ত করা হয়েছে ২৬ বছর বয়সে জুবায়ের হামজাকে।
গত ২৭শে জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য ডিন এলগারকে অধিনায়ক করে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। এবার বাধ্য হয়েই ঘোষিত স্কোয়াড পরিবর্তন করতে হল প্রোটিয়া ক্রিকেট বোর্ডকে। বিবৃতিতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) বলেছে,
‘করোনায় আক্রান্ত হলেও পিটারসেন সুস্থ আছে এবং উপসর্গবিহীন। কিন্তু তাঁর শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার জন্য সিএসএর চিকিৎসা কর্মীরা তাঁর সাথে সবসময় যোগাযোগ রাখবে এবং কাছাকাছি থাকবে।’
গত মাসে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ২-১ ব্যবধানে সিরিজ জয়ের অন্যতম নায়ক ২৮ বছর বয়সী পিটারসেন। সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয় তাঁকে। এবার এই ব্যাটসম্যানকে ছাড়াই কিউইদের দেশে যাচ্ছে প্রোটিয়াদের স্কোয়াড।
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এর অংশ এই সিরিজের দুটি টেস্ট। কোভিড-১৯ ও বায়ো-বাবল ইস্যুতে ক্রাইস্টচার্চের হেগলি ওভালে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। ১৭ই ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। আর দ্বিতীয়টি ২৫শে ফেব্রুয়ারি।
নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার পরিবর্তিত টেস্ট স্কোয়াডঃ
ডিন এলগার (অধিনায়ক), টেম্বা বাভুমা (সহ-অধিনায়ক), সারেল এরয়ে, সিমন হার্মার, মার্কো জানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, ডুয়ান অলিভিয়ের, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, লুথো সিপামলা, গ্লেন্টন স্টুরম্যান, র্যাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরেইনা ও জুবায়ের হামজা।