

জয়ের সুযোগ তৈরি করেও চলতি বিপিএলে নিজেদের সর্বশেষ ২ ম্যাচে হেরেছে খুলনা টাইগার্স। যেখানে নিশ্চিতভাবেই কাঠগড়ায় দাঁড় করাতে হয় ব্যাটারদের। ফরচুন বরিশালের বিপক্ষে টানা হারের পর অধিনায়ক মুশফিকুর রহিমতো সাফ জানিয়ে দিলেন উইকেটে কোনো ভূত ছিলো না, ব্যর্থ ব্যাটাররাই। এদিকে সচরাচর টিম মিটিংয়ে দলের সকল সদস্যই উপস্থিত থাকা রেওয়াজ হলেও খুলনা টাইগার্সে এমনটা হয় না দাবি পেসার খালেদের।
৫ ম্যাচে ৩ হারে খুলনা টাইগার্স বর্তমানে অবস্থান করছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। নিজেদের শেষ ২ ম্যাচে একই প্রতিপক্ষ ফরচুন বরিশালের মুখোমুখি হয় খুলনা টাইগার্স। যেখানে প্রথম ম্যাচে ১৪১ রান তাড়া করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় ১২৪ রানেই থামতে হয় খুলনা টাইগার্সকে। যদিও নিজে ক্রিজে টিকে জয়ের সুযোগ তৈরি করেও অসময়ে ভুল শট খেলে দলকে ডুবিয়েছেন মুশফিক নিজেই।
পরের ম্যাচে ১৪৫ রান তাড়া করতে নেমে ১৩৯ পর্যন্ত যেতে পারে খুলনা টাইগার্স। যথারীতি রান এসেছে মুশফিকের ব্যাটে, দলকে দারুণ এক ইনিংসে জয়ের দ্বারপ্রান্তে নেন ইয়াসির আলি রাব্বি। তবে বাকিদের ব্যর্থতায় দুজনকে থাকতে হয়েছে পরাজিত দলেই।
চট্টগ্রামে রান বন্যার উইকেটে এমন হতশ্রী ব্যাটিং ভাবাচ্ছে পুরো দলকে। তবে পেসার খালেদ আহমেদ আশাবাদী ঢাকা পর্বে ব্যাটিং বিভাগ ভালো করবে। খালেদ আজ (২ ফেব্রুয়ারি) মিরপুরে অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন।
তিনি জানান, ‘চট্টগ্রামের উইকেট অনেক ভালো ছিল। ফ্ল্যাট ট্র্যাক ছিল। বোলারদের কিছু করার থাকত না, ব্যাটারদের অনেক কিছু করার থাকত। আমাদের ব্যাটাররা চট্টগ্রামে ভালো খেলেনি। এজন্য দুটি ম্যাচ জিততে পারিনি। এই জায়গায় কঠিন উইকেট, তাও চাইব ব্যাটাররা যেন ভালো করে। ব্যাটাররা পারছে না এমন না। তারা চেষ্টা করছে ভালো কিছু করার। ইনশাআল্লাহ্ এই ম্যাচে ভালো ব্যাটিং দেখবেন।’
এদিকে মুশফিকুর রহিম খুলনা টাইগার্সের হয়ে এবারের আসরে বেশিরভাগ ম্যাচেই ব্যাট করছেন চার নম্বরে, যেখানে ইয়াসির আলি রাব্বি পাঁচ নম্বরে। ফর্মে থাকা এই দুই ব্যাটারকে টপ অর্ডারে উন্নতি করা গেলে হয়তো দলেরই লাভ হতো।
আর সে কারণেই খালেদকে প্রশ্ন করা হয়েছিলো দুজনের ব্যাটিং অর্ডার নিয়ে। খালেদের সোজা উত্তর এটা তার জানার কথা না। ডানহাতি এই পেসার এটাও জানান সবসময় টিম মিটিংয়ে তাদের ডাকা হয়না।
খালেদ বলেন, ‘সেটা ম্যানেজমেন্টের ব্যাপার। আমাকে তো এসব বলেনি কে কখন ব্যাটিং করবে। এটা আমি জানি না। টিম ম্যানেজমেন্ট তাদের পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। সবসময় তো আমাদের নিয়ে মিটিং হয় না। টিম মিটিংয়েই যা হয়। উনারা কী পরিকল্পনা করছেন তা উনারাই জানেন, আমি তো বলতে পারব না।’