সাকিবের সঙ্গে ব্যবধান কমালেন মইন আলি

সাকিবের সঙ্গে ব্যবধান কমালেন মইন আলি
Vinkmag ad

বাহাতি স্পিনার আকিল হোসেন ও ফাস্ট বোলার জেসন হোল্ডার আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত টি-টোয়েন্টি র‍্যাংকিং এ ক্যারিয়ার সেরা র‍্যাংকিং অর্জন করেছেন। ব্রিজটাউনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতানো ম্যাচে অবদান রাখার ফল পেয়েছেন দুজনেই।

সর্বশেষ হালনাগাদে বিবেচনায় আসে সিরিজের শেষ ৩ ম্যাচ। আকিল হোসেন ৩ ম্যাচে ৬ উইকেট নিয়ে এগিয়েছেন ১৫ ধাপ, আছেন ১৮ নম্বরে।

অলরাউন্ডার ও সাবেক উইন্ডিজ কাপ্তান জেসন হোল্ডার ডাবল হ্যাটট্রিক (টানা ৪ বলে ৪ উইকেট) করে জিতিয়েছিলেন দলকে। এই ৩ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তিনি। ২০ রেটিং পয়েন্ট বাড়িয়ে নিয়ে ৩ ধাপ এগিয়ে ২৩ নম্বরে আছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের শেলডন কটরেল ১০ ধাপ এগিয়ে ৩১ নম্বরে আছেন।

ইংল্যান্ডের অফ স্পিনিং অলরাউন্ডার মইন আলি ৩ ধাপ এগিয়ে ৩২ ও লিয়াম লিভিংস্টোন ৩৩ ধাপ এগিয়ে ৬৮ নম্বরে উঠে এসেছেন।

ব্যাটারদের মধ্যে নিকোলাস পুরান ৮ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠে এসেছেন। এই ৩ ম্যাচে ১১৩ রান করেন তিনি। ব্রেন্ডন কিং ২৫ ধাপ এগিয়ে আছেন ৫৮ নম্বরে। উইন্ডিজদের অধিনায়ক কাইরন পোলার্ড ১৫ ধাপ এগিয়ে আছেন ৬০ নম্বরে।

সিরিজের ৪র্থ ম্যাচে ম্যাচসেরা হওয়া মইন আলি ব্যাটারদের মধ্যে ৩০ ধাপ এগিয়ে আছেন ৬৭ নম্বরে। অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্দু হাসারাঙ্গাদের পেছনে ফেলে সাকিব আল হাসানের সঙ্গে ব্যবধান কমিয়েছেন মইন আলি।

আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাংকিং (সেরা ১০):

১. বাবর আজম (পাকিস্তান)- ৮০৫
২. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)- ৭৯৮
৩. এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা)- ৭৯৬
৪. লোকেশ রাহুল (ভারত)- ৭২৯
৫. ডেভিড মালান (ইংল্যান্ড)- ৭২৮

৬. অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)- ৭০৯
৭. ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড)- ৭০৩
৮. র‍্যাসি ভ্যান ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা)- ৬৬৯
৯. মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)- ৬৫৮
১০. ভিরাট কোহলি (ভারত)- ৬৫৭

আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিং (সেরা ১০):

১. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)- ৭৯৭
২. তাব্রাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা)- ৭৮৪
৩. আদিল রশিদ (ইংল্যান্ড)- ৭৪৬
৪. অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)- ৭২৫
৫. রাশিদ খান (আফগানিস্তান)- ৭১০

৬. জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)- ৭০৫
৭. মুজিব উর রহমান (আফগানিস্তান)- ৬৭৯
৮. আনরিখ নরকিয়া (দক্ষিণ আফ্রিকা)- ৬৫৫
৯. শাদাব খান (পাকিস্তান)- ৬৩৪
১০. টিম সাউদি (নিউজিল্যান্ড)- ৬৩৩

আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাংকিং (সেরা ৫):

১. মোহাম্মদ নবি (আফগানিস্তান)- ২৬৫
২. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ২৩১
৩. মইন আলি (ইংল্যান্ড)- ২০৫
৪. গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)- ১৭৮
৫. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)- ১৭৩।

৯৭ প্রতিবেদক

Read Previous

সিঙ্গেল না নিয়ে আইসিসি স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড জিতলেন মিচেল

Read Next

টিম মিটিংয়ে থাকেন না বলে ম্যানেজমেন্টের পরিকল্পনা জানেন না খালেদরা

Total
7
Share