

আইসিসি অ্যাওয়ার্ডস ২০২১ এ আইসিসি স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড পেলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেল।
আবু ধাবিতে ১০ নভেম্বর, ২০২১ এ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হাই প্রেশার ম্যাচে সিঙ্গেল না নেবার জন্য এই পুরষ্কার জিতলেন মিচেল।
Daryl Mitchell receives the ICC Spirit of Cricket Award for 2021
All details 👇🏾https://t.co/6czlGskWRP
— ICC Media (@ICCMediaComms) February 2, 2022
A gesture that won the hearts of millions 🙌
Daryl Mitchell – the winner of the ICC Spirit of Cricket Award 2021 👏
Details 👉 https://t.co/pLfSWlfIZB pic.twitter.com/zq8e4mQTnz
— ICC (@ICC) February 2, 2022
নিউজিল্যান্ডের চতুর্থ ক্রিকেটার হিসাবে এই অ্যাওয়ার্ড জিতলেন ড্যারিল মিচেল। এর আগে এই অ্যাওয়ার্ড জিতেছেন ড্যানিয়েল ভেট্টোরি, ব্রেন্ডন ম্যাককুলাম ও কেন উইলিয়ামসন।
ঘটনাটি ঘটে নিউজিল্যান্ডের ইনিংসের ১৮ তম ওভারে। আদিল রশিদের বিপক্ষে স্ট্রাইক এন্ডে ছিলেন জিমি নিশাম। ৩ ওভারে নিউজিল্যান্ডের দরকার ছিল ৩৪ রান। এমন পরিস্থিতেও ড্যারিল মিচেল সিঙ্গেল নেন নি, কারণ তার মনে হয়েছিল সে বোলারের পথে ছিল যে কিনা ফলো থ্রুতে বল আটকানোর চেষ্টা করছিলেন।
নিশাম বেশ জোরের ওপরেই মেরেছিলেন বলটি। একটু দূর দিয়ে যেতে থাকা বলটি রশিদ ধরতে যেয়ে মিচেলের সঙ্গে ধাক্কা খান। নিশাম সিঙ্গেল নিতে চাইলেও মিচেল মানা করে দেন।