

৩ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি খেলতে চলতি মাসে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান। ম্যাচগুলো প্রাথমিকভাবে চট্টগ্রাম ও সিলেটে আয়োজন করার পরিকল্পনা ছিলো বিসিবির। তবে এবার তালিকা থেকে সিলেটকে বাদ দিচ্ছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। যদিও বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ শুরুর আগে আফগানদের কন্ডিশনিং ক্যাম্প হবে সিলেটেই।
১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার কথা আফগানিস্তানের। সিরিজ শুরু হবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ চট্টগ্রামে ও ২ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে ঢাকায়।
এখনো সূচি চূড়ান্ত না হলেও বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন আজ (২ ফেব্রুয়ারি) মিরপুরে সাংবাদিকদের জানান আজ-কালের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করবেন তারা।
তিনি বলেন, ‘আমরা মূলত সূচিটা চেষ্টা করবো আজকেই ফাইনাল করে আপনাদেরকে মিডিয়া রিলিজ আকারে দিয়ে দেওয়ার জন্য। যদি সম্ভব না হলে ম্যাক্সিমাম কালকের মধ্যে দিয়ে দিব। আমাদের এখন পর্যন্ত যেটা প্লান রয়েছে সেটা হচ্ছে যে আমরা এই ওয়ানডে টি-টোয়েন্টি যে সিরিজটা হবে আফগানিস্তান জাতীয় দলের সঙ্গে, সেটা আমরা ঢাকাতে এবং চট্টগ্রামে দুটা ভেন্যু আমরা ব্যবহার করবো।’
সিলেটে কোনো ম্যাচ না থাকলেও আফগানদের অনুরোধে তাদের কন্ডিশনিং ক্যাম্প করার সুযোগ দেওয়া হচ্ছে।
চায়ের নগরীতে আফগানিস্তানের ক্যাম্প প্রসঙ্গে বিসিবি প্রধান নির্বাহী যোগ করেন, ‘এ ছাড়াও আপনারা জানেন যে আফগানিস্তান আমাদের অনুরোধ করেছে তারা একটা কন্ডিশনিং ক্যাম্প করতে চাচ্ছে। এই কন্ডিশনিং ক্যাম্পটা আমরা সিলেটে আয়োজনের পরিকল্পনা নিয়েছে।’
‘৪-৫ দিন আগে হয়তো তারা আসবে। এই মুহূর্তে যে সূচি করা আছে তাতে আমরা আশা করছি আফগানিস্তান আগামী ১২ ফেব্রুয়ারির দিকে এসে পৌঁছাবে।’