

নিউজিল্যান্ডে এই বছর নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মত ক্রিকেট বিশ্বকাপ খেলবে বাংলাদেশ নারী দল। গেল ২৮ জানুয়ারি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। তবে আজ তাতে বদল এসেছে, বেড়েছে ট্রাভেলিং রিজার্ভের সংখ্যা।
উইকেটরক্ষক ব্যাটার নুজহাত তাসনিয়া দলের সঙ্গে নিউজিল্যান্ডে যাবেন ট্রাভেলিং রিজার্ভ হিসাবে। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে।
ট্রাভেলিং রিজার্ভ হিসাবে এই ২৫ বছর বয়সী ক্রিকেটার একা নন। এর আগে ঘোষিত স্কোয়াডে উল্লেখ করা না থাকলেও এবারে বিসিবি জানিয়েছেন সানজিদা আক্তার মেঘলাও ট্রাভেলিং রিজার্ভ।
আগামী ৫ মার্চ ডুনেডিনে দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু হবে নিগার সুলতানা জ্যোতির দলের।
নারীদের বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড-
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিন।
ট্রাভেলিং রিজার্ভ- সানজিদা আক্তার মেঘলা, নুজহাত তাসনিয়া।
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি-
বিপক্ষ দক্ষিণ আফ্রিকা- ৫ মার্চ, ২০২২, ডুনেডিন
বিপক্ষ নিউজিল্যান্ড- ৭ মার্চ, ২০২২, ডুনেডিন
বিপক্ষ পাকিস্তান- ১৪ মার্চ, ২০২২, হ্যামিল্টন
বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ- ১৮ মার্চ, ২০২২, টওরাঙ্গা
বিপক্ষ ভারত- ২২ মার্চ, ২০২২, হ্যামিল্টন
বিপক্ষ অস্ট্রেলিয়া- ২৫ মার্চ, ২০২২, ওয়েলিংটন
বিপক্ষ ইংল্যান্ড- ২৭ মার্চ, ২০২২, ওয়েলিংটন।