ডেভিড-রুশোর ব্যাটিংয়ে ম্লান শাদাবের মহাকাব্যিক ইনিংস

ডেভিড-রুশোর ব্যাটিংয়ে ম্লান শাদাবের মহাকাব্যিক ইনিংস
Vinkmag ad

টিম ডেভিড ও রাইলি রুশোর আক্রমণাত্নক ব্যাটিং এবং খুশদিল শাহ ও ডেভিড উইলির চমকপ্রদ বোলিংয়ের কল্যাণে টানা ৪র্থ জয় পেয়েছে মুলতান সুলতান্স। রান প্রসবা ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে তারা হারিয়েছে ২০ রানে। ম্লান হয়ে গেছে শাদাব খানের মহাকাব্যিক ইনিংস।

টসে হেরে ব্যাটিং পাওয়া মুলতান সুলতান্সের শুরুটা দারুণ করেছিলেন দুরন্ত ফর্মে থাকা শান মাসুদ। আগের ২ ম্যাচে আশির অধিক রান করলেও এদিন অবশ্য ৪৩ রানে ফিরে যান তিনি। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও শোয়েব মাকসুদের ব্যাটে এদিন রানের দেখা মেলেনি।

তবে ৪র্থ উইকেটে ডেভিড ও রুশোর মধ্যকার ১১০ রানে জুটিই ২০০ রানের রসদ জুগিয়ে দেয়। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৭ রানের পাহাড় গড়ে।

টিম ডেভিড মাত্র ২৯ বলে সর্বোচ্চ ৭১ রান করেন, ৬টি করে চার ও ছয়ের সহায়তায়। রুশো ৩৫ বলে ৪টি চার ও ৬টি ছয়ের সহায়তায় ৬৭ রানে অপরাজিত থাকেন।

ইসলামাবাদের পক্ষে হাসান আলি, মোহাম্মদ ওয়াসিম ও মার্চেন্ট ডি ল্যাঙ্গে ১টি করে উইকেট পান।

২১৮ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে পল স্টার্লিং (১৯) ও অ্যালেক্স হেলসের (২৩) কল্যাণে শুরুটা ভালো হয়েছিল ইসলামাবাদের। তবে এ দুইজনের বিদায়ের পর অধিনায়ক শাদাব খান একাই শুধু লড়ে যান। যোগ্য সঙ্গীর অভাবে দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি।

৯ম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৪২ বলে ৫টি চার ও ৯টি ছক্কার সহায়তায় ৯১ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন শাদাব। ২ বল বাকি থাকতে ১৯৭ রানে অলআউট হয়ে যায় ইসলামাবাদ।

মুলতানের পক্ষে খুশদিল শাহ ৪টি এবং ডেভিড উইলি ৩টি উইকেট পান।

ম্যাচ সেরার পুরস্কার পান টিম ডেভিড।

সংক্ষিপ্ত স্কোরঃ

মুলতান সুলতান্সঃ ২১৭/৫ (২০), মাসুদ ৪৩, রিজওয়ান ১২, মাকসুদ ১১, রুশো ৬৭*, ডেভিড ৭১, খুশদিল ৮, উইলি ০*; হাসান ৪-০-৫২-১, ওয়াসিম ৪-০-৩৯-১, ডি ল্যাঙ্গে ৪-০-৪৮-১

ইসলামাবাদ ইউনাইটেডঃ ১৯৭/১০ (১৯.৪), স্টার্লিং ১৯, হেলস ২৩, গুরবাজ ১৫, শাদাব ৯১, আশরাফ ০, আজম ১২, আসিফ ১৫, মুবাসির ৯, হাসান ৩, ওয়াসিম ৩, ডি ল্যাঙ্গে ০*; রইস ৪-০-৪১-১, উইলি ৩.৩-০-৩৮-৩, আনোয়ার ২-০-২১-১, খুশদিল ৪-০-৩৫-৪

ফলাফলঃ মুলতান সুলতান্স ২০ রানে জয়ী

ম্যাচ সেরাঃ টিম ডেভিড (মুলতান সুলতান্স)।

৯৭ ডেস্ক

Read Previous

আফগানিস্তান সিরিজেও থাকছেনা ডিআরএস ও দর্শক!

Read Next

ডু প্লেসিসকে পেয়ে দক্ষিণ আফ্রিকা সফরের টোটকা নিচ্ছেন জয়

Total
10
Share