আগামীকাল বাংলাদেশে আসছেন জেমি সিডন্স

ব্যাটিং পরামর্শক হয়ে বাংলাদেশে ফিরছেন জেমি সিডন্স
Vinkmag ad

গেল ২২ জানুয়ারি জেমি সিডন্স জানিয়েছিলেন বাংলাদেশের ভিসা পেয়ে গেছেন তিনি। ব্যাটিং পরামর্শক হিসাবে সিডন্সের বাংলাদেশে আসার কথা ছিল আজই। তবে ফ্লাইট জটিলতায় আজ আসা হচ্ছে না সিডন্সের, আসবেন আগামীকাল (২ ফেব্রুয়ারি)।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে আগামীকাল দেশে এসে পৌছাবেন তিনি।

বাংলাদেশের ব্যাটারদের নিয়ে কাজ করতে আগামীকাল ৪ টা ৪০ এ বিমান থেকে নামার কথা সিডন্সের।

ক্রিকেট৯৭ কে দেওয়া জেমি সিডন্সের একান্ত সাক্ষাৎকার পড়ুন 

ভিক্টোরিয়ায় জন্ম নেওয়া জেমি সিডন্স অস্ট্রেলিয়া জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন কেবল ১ ওয়ানডেতে। তবে খেলোয়াড়ি জীবন শেষে অস্ট্রেলিয়া তো বটেই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের উন্নতিতে কাজ করেছেন কোচ হিসাবে। এর আগে বাংলাদেশ দলের প্রধান কোচ হিসাবে কাজ করা সিডন্স আবার ফিরছেন বাংলাদেশে। তবে এবার ভূমিকাটা ভিন্ন, যে ভূমিকা নিয়ে স্পষ্ট ধারণা নেই খোদ জেমি সিডন্সেরই।

৯৭ প্রতিবেদক

Read Previous

ম্লান হয়ে গেল আরিফুলের সেঞ্চুরি, দল হারলেও হয়েছেন ম্যাচসেরা

Read Next

আইপিএলের অকশন লিস্টে ‘৫’ বাংলাদেশি

Total
13
Share