

পাঁচ ম্যাচে তিন জয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে ফরচুন বরিশাল। দল জয় পেলেও টপ অর্ডারের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা দূর হচ্ছে না সাকিব আল হাসানদের। পাঁচ ম্যাচে ইতোমধ্যে তিনটি ভিন্ন ভিন্ন ওপেনিং জুটিকে পাঠানো হয়েছে। নিচের দিকের ব্যাটিং অর্ডারেও প্রতি ম্যাচে হচ্ছে অদল বদল। খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে বোলারদের কল্যাণেই মিলেছে স্বস্তির জয়।
৩১ জানুয়ারি খুলনা টাইগার্সকে ৬ রানে হারিয়েও ব্যাটিং নিয়ে অতৃপ্তির কথা লুকালেন না অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট হাতে ২৭ বলে ৪১, বল হাতে ৪ ওভারে ১০ রান খরচায় ২ উইকেট।
ম্যাচ সেরার পুরষ্কার জেতা সাকিব বলছেন, ‘আমি জানতাম উইকেট ব্যাট করার জন্য খুব ভালো ছিলো। ব্যাটিং পাওয়ার প্লে টা আমাদের জন্য বড় চিন্তার কারণ আর এ জায়গায় আমাদের নজর দিতে হবে। যেভাবে ব্যাট করেছি তাতে আমি খুশি। আজকেই প্রথম দিন যখন শিশির ছিলো, যেকারণে আমাদের স্পিনারদের আগে বল করতে হতো এবং পেসারদের জন্য একটা অবস্থা তৈরি করা লাগতো।’
১৪৬ রানের লক্ষ্য দিয়ে খুলনার টপ অর্ডার ধসিয়ে দেন সাকিব-মুজিব উর রহমান। এই দুই স্পিনার ইনিংসের প্রথম ১০ ওভারেই নিজেদের স্পেল শেষ করেন। সাকিব ১০ রান ও মুজিব খরচ করেন মাত্র ১৩ রান।
নিজেদের বোলিং নিয়ে উচ্ছ্বসিত সাকিব ব্যাটিং কম্বিনেশন সাজানো নিয়ে এখনো নিরুপায় বলছেন , ‘মুজিব বিশ্বমানের বোলার, আর ডেথে আমাদের ব্রাভো ছিলো, যে এই কাজটা অনেক বছর ধরে করে আসছে। বোলিংয়ে আমাদের এই বিলাসিতাটা ছিলো, আমাদের একটাই মূল চিন্তার বিষয় পাওয়ার প্লে তে ব্যাটিং।’
‘এখনো সেরা ব্যাটিং কম্বিনেশন খুঁজে বেড়াচ্ছি। এটা আসলে ভালো কোনো ব্যাপার না, কিন্তু আমরা নিরুপায়। আমাদের ড্রেসিং রুম শান্ত প্রয়োজন এবং ছেলেদের জানতে হবে নিজের ভূমিকা সম্পর্কে।’
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে উদ্বোধনী জুটিতে দেখা যায় সৈকত আলি ও নাজমুল হোসেন শান্তকে। জুটি টিকেছে মাত্র ৯ বল, ৯২ রানে দল হারিয়েছে ৬ উইকেট।
মিনিস্টার ঢাকার বিপক্ষে একই উদ্বোধনী জুটি, ক্রিজে কাটিয়েছে মাত্র ৩.৫ ওভার। ৯৬ রানেই দল হারিয়েছে ৭ উইকেট। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ইনিংসের গোড়াপত্তন করেন সৈকত-শান্ত, জুটির স্থায়ীত্ব মাত্র ৬ বল। পরের দিকের ব্যাটারদেরও বেহাল দশা, অলআউট হতে হয়েছে ৯৬ রানে।
খুলনা টাইগার্সের বিপক্ষে প্রথম ম্যাচে আসে উদ্বোধনী জুটিতে বদল, জ্যাক লিনটটের সাথে দেখা যায় ক্রিস গেইলকে। জুটির স্থায়ীত্ব ২.৩ ওভার, ব্যাটিং অর্ডারে রীতিমতো জুয়া খেলার মতো অবস্থা। তবুও দলীয় সংগ্রহ ৯ উইকেটে ১৪১ এর বেশি নয়।
৩১ জানুয়ারি ফের মুখোমুখি দুই দল, আজ উদ্বোধনী জুটিতে গেইলের সাথে ডোয়াইন ব্রাভো, জুটির স্থায়ীত্ব ১.৩ ওভার। ২৪ রানে ৩ উইকেট হারানো ফরচুন বরিশালকে টেনে তোলেন সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত। দুজনের ৭৯ রানের জুটিতে ১৪৫ রানের পুঁজি। তা নিয়েই দারুণ লড়াইয়ে ম্যাচ জিতলো ফরচুন বরিশাল।