

বাহাতি স্পিনার হাসান খান কোয়েটা গ্ল্যাডিয়েটর্স স্কোয়াডে যুক্ত হয়েছেন। পিএসএলে (পাকিস্তান সুপার লিগ) তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদির বদলি হিসাবে কোয়েটা শিবিরের অংশ হয়েছেন হাসান খান।
মুলতান সুলতান্স ছেড়ে এবারের কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে যোগ দেওয়া শহীদ আফ্রিদি গেল ২৭ জানুয়ারি করোনা টেস্টে পজিটিভ প্রমাণিত হন। এই মুহূর্তে আইসোলেশনে আছেন তিনি।
২৩ বছর বয়সী হাসান অবশ্য সরাসরি কোয়েটা শিবিরে ঢুকতে পারছেন না। ৩ দিনের আইসোলেশন পিরিয়ড শেষ করে তবেই স্কোয়াডে ঢুকবেন তিনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতি দিয়ে এই আংশিক রিপ্লেসমেন্টের কথা নিশ্চিত করেছে।
Thank you! Its good to be back with @TeamQuetta #AikBaarPhir #WeTheGladiators https://t.co/hb6ThjjIGd
— Hassan Khan (@16hassankhan) January 30, 2022
হাসান খান এর আগেও কোয়েটা শিবিরের অংশ ছিলেন। ২০১৭-২১ অব্দি তিনি খেলেছেন এই ফ্র্যাঞ্চাইজির হয়ে।