

কোন এক টেস্ট ম্যাচ ড্র হলে সাধারণত যেকোন এক দল আক্ষেপে পোড়ে। অপর দল ম্যাচ বাঁচিয়েই তৃপ্তির ঢেকুর তোলে। তবে ক্যানবেরায় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড নারীদের মধ্যকার একমাত্র টেস্ট শেষে আক্ষেপে পুড়ছে দুই দলই। স্বাগতিক অজি নারীদের আক্ষেপ ১ উইকেটের, ইংল্যান্ডের ১২ রানের!
নারীদের অ্যাশেজ এমনই এক রোমাঞ্চকর টেস্ট ম্যাচ উপহার দিয়েছে। যেখানে ম্যাচ ড্র হলেও নারীদের টেস্ট ম্যাচ বাড়ানোর দাবি জোরাল হয়েছে।
An incredible Test match ends in a draw.#Ashes | #AUSvENG pic.twitter.com/hTzVk7HPaa
— England Cricket (@englandcricket) January 30, 2022
ক্যানবেরায় আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩৩৭ রান তুলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৯৩ রান করেন মেগ লেনিং, ৮৬ রান আসে ওপেনার রেচেল হেইন্সের ব্যাটে। ফিফটি আসে তাহলিয়া ম্যাকগ্রা ও অ্যাশলে ফার্ডনারের ব্যাটেও। ৫ উইকেট নেন ক্যাথেরিন ব্রান্ট।
জবাবে ক্যাপ্টেন হেদার নাইটের অপরাজিত ১৬৮ রানের ইনিংস স্বত্বেও ২৯৭ তেই গুটিয়ে যায় ইংল্যান্ড।
২য় ইনিংসে ৭ উইকেটে ২১৬ রান তুলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ম্যাচটা জমে যায় তখনই। শেষ ইনিংসে ইংল্যান্ডের দরকার ২৫৭ রান, অস্ট্রেলিয়ার ১০ উইকেট। মূলত জয়ের জন্যই এমন সুযোগ নেন মেগ লেনিং।
তবে ২য় ইনিংসেও অজি নারীদের পথে কাটা হয়ে দাড়ান হেদার নাইট। সেখানে তিনি সঙ্গী হিসাবে পান ন্যাট শিভার (৫৮), সোফিয়া ডাঙ্কলি (৪৫) দের। ওপেনিংইয়ে ৫২ রানের জুটি গড়েন লরেন উইনফিল্ড হিল ও ট্যামি বিউমাউন্টও।
৩ উইকেটে ২১৮ রান তুলে ফেলে ইংল্যান্ড। তবে এরপর খেই হারিয়ে ফেলে ইংল্যান্ড। দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ হারের পথে চলে যায় তারা। শেষমেশ হারতে হয়নি ইংল্যান্ডকে, ৯ উইকেটে ২৪৫ রান তুললে ম্যাচ শেষ হয়, ফল ড্র।
এমন রোমাঞ্চকর ম্যাচে বুদ হয়ে ছিলেন ক্রিকেট সংশ্লিষ্টরা।
Great Test match .. Fantastic declaration to create the chance of a positive result .. England surely feel it’s a huge opportunity missed .. More Womens Test cricket in the calendar please .. #WAshes
— Michael Vaughan (@MichaelVaughan) January 30, 2022
Oh my god !!! I love test cricket – women’s test cricket even more 🔥 #Ashes #AusvsEng
— Veda Krishnamurthy (@vedakmurthy08) January 30, 2022
One of the greatest of all time #ashes
— Isa Guha (@isaguha) January 30, 2022
What a finish that was. Absolutely great for test cricket 🏏 #Ashes
— Marnus Labuschagne (@marnus3cricket) January 30, 2022
A simply sensational day of Test cricket!
England looked in complete control before Australia took 6 wickets for 26 runs in 33 balls to turn things around.
It ended with Kate Cross seeing out a tense final over with England nine wickets down. #bbccricket #WAshes
Report: 👇
— BBC Sport (@BBCSport) January 30, 2022
There are days when no team deserves to lose. And that’s why Draw is counted as a result in Test Cricket. Today was one such day. Well played both @AusWomenCricket and @englandcricket women 👏🏼 #Ashes pic.twitter.com/Yjzhe9t7q8
— Wasim Jaffer (@WasimJaffer14) January 30, 2022