

ফরচুন বরিশাল এবার দলে ভেড়ালো ইংলিশ ডানহাতি ব্যাটার সাম হেইনকে। দলটির আরেক বিদেশী আলঝারি জোসেফ জাতীয় দলের দায়িত্ব পালন করতে ভারতের উদ্দেশে উড়াল দিবেন আগামীকালের (২৯ জানুয়ারি) ম্যাচের পরই।
সমান ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ভারত সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। সফরের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ৬ ফেব্রুয়ারি। ওয়ানডে দলে জায়গা পাওয়া আলঝারি জোসেফ সে উদ্দেশ্যেই বাংলাদেশ ছাড়বেন।
চলতি বিপিএলে ফরচুন বরিশালের হয়ে ক্যারিবিয়ান এই পেসার খেলেছেন ২ ম্যাচ, আর তাতেই নামের পাশে ৫ উইকেট।
আলঝারি জোসেফকে ছাড়তে হলেও ফরচুন বরিশাল দলে ভেড়ালো সাম হেইনকে। যিনি আজ (২৮ জানুয়ারি) পৌঁছেছেন ঢাকায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশাল।
হেইন ইতোমধ্যে খেলেছেন ৮১ টি স্বীকৃত টি-টোয়েন্টি। যেখানে ১৭ ফিফটি ও ১২৮.১৪ স্ট্রাইক রেটে ৩৭.২৮ গড়ে রান করেছেন ২৩৮৬। অন্যান্য ফরম্যাটেও সমান তালে রান করেছেন হেইন।
৯৫ টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৫.৯৪ গড়ে রান করেছেন ৪৯২৪। ৫৮ লিস্ট ‘এ’ ম্যাচে ক্যারিয়ারটা আরও সমৃদ্ধ, ৫৯.৭৮ গড়ে রান ২৮১০।
হংকংয়ে জন্ম নেওয়া ব্রিটিশ বাবা-মায়ের ছেলে হেইন খেলেছেন অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের হয়েও।