

জিম্বাবুয়ের সাবেক অধিনাইয়ক ব্রেন্ডন টেইলরকে সবধরণের ক্রিকেট থেকে সাড়ে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি (দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)।
আইসিসির এন্টি করাপশন কোডের ৪ টি ও এন্টি ডোপিং কোদের ১ ধারা ভঙ্গ করে শাস্তি পেয়েছেন ব্রেন্ডন টেইলর। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে আইসিসি।
বিজ্ঞপ্তিতে আইসিসি জানায় ব্রেন্ডন টেইলর নিম্নলিখিত এন্টি করাপশন কোড ভঙ্গ করেছেন-
১. অনুচ্ছেদ ২.৪.২- ক্রিকেট খেলাটাকে কলুষিত করতে পারে এমন কোন কাজের জন্য কোন পুরষ্কার, অর্থ বা সুবিধাদি পাবার কথা আইসিসিকে না জানানো
২. অনুচ্ছেদ ২.৪.৩- ৭৫০ মার্কিন ডলার মূল্যের পুরষ্কার, অর্থ বা সুবিধাদি পাবার কথা আইসিসিকে না জানানো
৩. অনুচ্ছেদ ২.৪.৪- তখনকার সময়ে জিম্বাবুয়ের শ্রীলঙ্কা সফর অথবা/এবং বাংলাদেশ সফরে অনৈতিক কিছু করার প্রস্তাব পেয়ে আইসিসিকে না জানানো
৪. অনুচ্ছেদ ২.৪.৭- আইসিসি এন্টি করাপশন ইউনিটের তদন্তের কাজে বাধা দেওয়া বা বিলম্ব করা এবং তদন্তের সঙ্গে সম্পর্কযুক্ত প্রমাণাদি নষ্ট করার চেষ্টা করা।
Brendan Taylor banned under ICC Anti-Corruption Code and Anti-Doping Code https://t.co/vXUJPD9YBL via @ICC
— ICC Media (@ICCMediaComms) January 28, 2022
ব্রেন্ডন টেইলর তার ওপর আনা অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন।
এই চার এন্টি করাপশন কোড ভাঙার সাথে ২০২১ সালের ৮ সেপ্টেম্বর জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ শেষে ডোপ টেস্টে পজিটিভ হবার ঘটনায় শাস্তি পেয়েছেন টেইলর।
২০২৫ সালের ২৮ জুলাই আবার ক্রিকেটীয় কার্যক্রমে যুক্ত হতে পারবেন ব্রেন্ডন টেইলর।