হেইন্সের নির্বাচিত প্রথম স্কোয়াডেই ফিরলেন রোচ, এসেছে ৬ পরিবর্তন

কঠিন মেনেই লড়তে চান কেমার রোচ
Vinkmag ad

ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ দলকে আতিথ্য দেবে ভারত। আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। চমক হিসেবে দলে ফেরানো হয়েছে পেসার কেমার রোচকে। এসেছে একাধিক পরিবর্তন।

ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়া ডেসমন্ড হেইন্সের নির্বাচিত প্রথম স্কোয়াড এটি। প্রায় আড়াই বছর পর উইন্ডিজের ওয়ানডে দলে জায়গা পেলেন অভিজ্ঞ কেমার রোচ।

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের পর ব্যাটিং লাইন-আপ আরও শক্তিশালী করতে স্কোয়াডে ডাকা হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো, এনক্রুমাহ বোনার ও ব্রেন্ডন কিংকে। আসন্ন এই সিরিজে আছেন লেগ স্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়র এবং অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেনও।

তবে আইরিশদের বিপক্ষে খেলা স্কোয়াড থেকে ভারত সফরের দলে পরিবর্তন এসেছে ছয়টি। জায়গা পাননি রোস্টন চেস, জাস্টিন গ্রিভস, জেইডেন সিলস ও ডেভন থমাস।

আহমেদাবাদে আগামী ৬, ৯ ও ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটি। ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দু’দল।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াডঃ

কাইরন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, এনক্রুমাহ বোনার, ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান, কেমার রোচ, রোমারিও শেফার্ড, ওডিয়ান স্মিথ এবং হেইডেন ওয়ালশ জুনিয়র।

৯৭ ডেস্ক

Read Previous

কোহলি ও বিসিসিআই কথা বলুক চান কপিল দেব

Read Next

মুশফিকের ব্যাটে রান, হেসেখেলে জিতল খুলনা টাইগার্স

Total
6
Share