কোহলি ও বিসিসিআই কথা বলুক চান কপিল দেব

কপিল দেবের হার্ট অ্যাটাক
Vinkmag ad

বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) ও ভিরাট কোহলিকে একসাথে বসার অনুরোধ করেছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কপিল দেব। ক্রিকেটের উন্নতির স্বার্থে দীর্ঘ আলোচনায় বসে নিজেদের ভুলভ্রান্তি নিরসন করার পরামর্শ দিয়েছেন তিনি।

গত ডিসেম্বরে ভারতের ওয়ানডে অধিনায়ক হিসেবে কোহলিকে বরখাস্ত করে বিসিসিআই। এ নিয়ে ভারতীয় ক্রিকেটে ব্যাপক শোরগোল হয়। বিসিসিআই-এর এমন সিদ্ধান্তে সৌরভ গাঙ্গুলি ও কোহলির মধ্যে ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পান নেটিজেনরা। যখন মনে করা হচ্ছিল এটি স্রেফ গুজবই মাত্র, তখন কোহলি টেস্টের নেতৃত্ব ছেড়ে দিয়ে আরেকটি আকস্মিক ঘটনা ঘটান। ভারতের সর্বকালের সেরা টেস্ট অধিনায়কের ইতি ঘটে।

কপিলের মতে, ভারতের টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়াটা কোহলির জন্য অসম্মানজনক হয়েছে। তার এমন সিদ্ধান্তে অবশ্যই কাজ করা উচিত ছিল। কেননা কোহলি ভারতের ক্রিকেটে অনেক কিছু অর্জন করেছেন। কোহলি যখন ভারতের দায়িত্ব পান, তখন টেস্ট র‍্যাংকিংয়ে তাদের অবস্থান ছিল সাতে। সেখান থেকে গত ৫ বছরে ১ নাম্বার টেস্ট দল হিসেবে স্বীকৃতি পেয়েছে তারা। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জয়, ইংল্যান্ডের মাটিতেও কোহলি যে নিয়ন্ত্রণ করে দিয়েছিলেন, অন্যদের পক্ষে সে সাফল্যের চূড়ায় যাওয়া বেশ কঠিন বলা যায়।

‘এ সময়ে আপনার খুব বেশি অবাক হওয়ার কিছু নেই। যখন সে টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লো, সবাই ভেবেছে তার জন্য অনেক চাপ হয়ে যাচ্ছিল বলে সে এমন সিদ্ধান্ত নিয়েছে। তারপর থেকে আমি যা শুনে আসছি, কেউই চায়নি সে অধিনায়কত্ব ছাড়ুক। সে একজন দুর্দান্ত খেলোয়াড়। তার সিদ্ধান্তের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকা উচিত,’ দ্য উইক ম্যাগাজিনকে বলেন কপিল।

তবে বিসিসিআই-এর প্রতি কোহলির একটু ধৈর্য রাখা উচিত ছিল বলে মনে করেন কপিল। কোহলিকে আবারও রানের ফোয়ারায় মন্ত্রমুগ্ধ হতে দেখতে চান তিনি।

‘এ বিষয়টির সমাধানে তাদের অবশ্যই কাজ করা উচিত। ফোন করে একে অপরের সাথে কথা বলুক। নিজেদের আগে দেশ ও দলের স্বার্থের কথা ভাবা উচিত। শুরুতে আমিও আমার মত সবকিছু পেতাম। কিন্তু মাঝেমাঝে তাও আপনি পাবেন না। তার মানে এই নয় যে আপনাকে নেতৃত্ব ছেড়ে দিতে হবে। যদি সে এ কারণে অধিনায়কত্ব ছাড়ে, আমি জানিনা কি বলা উচিত আমার। সে একজন অসাধারণ ক্রিকেটার। তার ব্যাটে এখনও প্রচুর রান দেখতে উৎসুক আমি, বিশেষ করে টেস্ট ক্রিকেটে,’ জানান কপিল।

৯৭ ডেস্ক

Read Previous

শাস্ত্রী ২.০ কে বুঝতে পারছেন না মাঞ্জরেকার

Read Next

হেইন্সের নির্বাচিত প্রথম স্কোয়াডেই ফিরলেন রোচ, এসেছে ৬ পরিবর্তন

Total
1
Share