

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২২ এ ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) না থাকা নিয়ে কম আলোচনা-সমালোচনা হয়নি। ঢাকায় প্রথম পর্বে ডিআরএস ছাড়াই চলেছে বিপিএল। তবে চট্টগ্রাম পর্বে আম্পায়ারদের সিদ্ধান্ত পর্যালোচনা করার সুযোগ থাকছে। ডিআরএস না হলেও এডিআরএস (অল্টারনেটিভ ডিসিশন রিভিউ সিস্টেম) থাকছে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচ থেকে।
এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। বিসিবি জানায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্স ম্যাচ থেকে এডিআরএস কার্যকর হবে।
বিপিএলের টেকনিক্যাল কমিটি এডিআরএস নিয়ে এক সভা করে। ২৬ জানুয়ারিতে যে সভায় উপস্থিত ছিলেন ফ্র্যাঞ্চাইজি গুলোর অধিনায়ক, কোচ ও ম্যানেজাররা, উপস্থিত ছিল বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রতিনিধিও। সব পক্ষই এডিআরএস ব্যবহারে সম্মতি জানায়।
এডিআরএসে ডিআরএসের সব নিয়ম কার্যকর থাকলেও বল ট্র্যাকিং বাই হকআই এর বদলে এমএটি (শেডেড এরিয়া অব উইকেট টু উইকেট), স্প্লিট স্ক্রিন (ফ্রন্ট ও সাইড), ট্রান্সপারেন্ট ভিউ ও সুপার স্লো মোশন রিপ্লে ব্যবহার করা হবে।
স্নিকোমিটার বা আল্ট্রা এজের বদলে স্টাম্প মাইক্রোফোন অডিও যা ভিডিওর সঙ্গে সিনক্রোনাইজড তা ব্যবহার করা হবে।